আমাদের কথা খুঁজে নিন

   

মায়াবী আশা



বাঁধিনু বিফলে আমি নীড় বালুচড়ে, জলভ্রমে ছুটিনু মরীচিকার পিছে; সুখের সৌধ্য আমি গড়িনু মন:মন্দিরে, মায়াবীরে প্রেমিকা ভেবে ভুলিনু মিছে। দেখিনু অনেক স্বপ্ন আকাশ কুসুম, শত্রুরে করিনু বন্ধু দেখে মিস্টি হাসি; করিনু প্রভুরে হেলা না মেনে হুকুম, নরকে ঝাপিনু আমি স্বর্গ দুরে পাশি। মধু ভেবে জল আমি করিয়াছি পান, শীতল হয়নি মোর বুভুক্ষ রসনা; কন্ঠে আজি তাই উঠেনা সুখের গান, মিটে নাই জীবনের সকল কামনা। হে মায়াবী আশা তব ছলনায় হয়েছি রিক্ত মোরে আজি প্রেম কাঁদায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।