আমাদের কথা খুঁজে নিন

   

কৃত্রিম স্বাদের জন্য আসছে ডিজিটাল ললিপপ !!!

মরিতে চাহিনা আমি এ সুন্দর ভূবনে সকলেরই মাঝে উড়িবার চাই

টিভির পর্দায় রান্নার শো দেখার সময় জিভে জল আনা খাবারের স্বাদ নিতে ইচ্ছে হয়েছে? গবেষকরা এমন এক ডিজিটাল ললিপপ উদ্ভাবন করতে যাচ্ছে যার মাধ্যমে টিভি অনুষ্ঠানে প্রচারিত কোনো রান্নার স্বাদও পরখ করতে পারবে দর্শকরা। শ্রীলংকান বংশোদ্ভূত বিজ্ঞানী নিমেশা রানাসিংহের নেতৃত্বে একটি গবেষণাদল এমন এক ইলেকট্রোড উদ্ভাবন করেছে যা লবণ, মিষ্টি, তিতা ও টক স্বাদ তৈরি করতে পারে। এই ইলেকট্রোডকে জিহ্বায় রাখা হয় এবং বিদ্যুৎ প্রয়োগের পর অনুভূতিকে উদ্দীপ্ত করে। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিংগাপুরের বিজ্ঞানী রানাসিংহে নিউ সায়েন্টিস্ট পত্রিকাকে জানান, 'আমরা নন-ইনভাসিভ বৈদ্যুতিক ও তাপীয় উদ্দীপনার মাধ্যমে জিহ্বার ডগায় সফলভাবে প্রাথমিক স্বাদের অনুভূতি তৈরি করতে পেরেছি। এই চার প্রাথমিক স্বাদ হচ্ছে, লবণাক্ততা, মিষ্টি, তিতা ও টক। এমন ডিজিটাল ললিপপের মাধ্যমে মাত্রা-তরঙ্গ-প্রবাহ সমন্বয়ের মাধ্যমে অন্যান্য স্বাদও তৈরি করা যাবে। ইন্ডিয়ান এক্সপ্রেস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।