আমাদের কথা খুঁজে নিন

   

‘জাস্ট ওয়েট ফর মাই সিগন্যাল’

শুক্রবার রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় আয়োজিত দলীয় কর্মসূচিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “আমরা নির্বাচনের জন্য একশ ভাগ প্রস্তুত আছি। কিন্তু সুষ্ঠু পরিবেশ না থাকলে নির্বাচন করা সম্ভব হবে না। ”
সারা দেশে রাজনৈতিক সংহিতার মধ্যে নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি প্রার্থীদের ঝুঁকিতে ফেলতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।  
এরশাদ বলেন, “সন্ত্রাস হচ্ছে, বোমাবাজি হচ্ছে, মানুষ পুড়ছে। আমি আমার প্রার্থীকে আগুনের মুখে ফেলতে পারি না।

তারা আমার সন্তানের মতো। ”
নেতাকর্মী ও সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশে এরশাদ বলেন, “তোমরা আমার নির্দেশের জন্য অপেক্ষা করবে। জাস্ট ওয়েট ফর মাই সিগন্যাল। আমি যখন বলব, তখনই তোমরা ভোট কেন্দ্রে যাবে। ”
নির্বাচনকালীন সরকারে যোগ দেয়া জাতীয় পার্টির প্রধান সরকারের উদ্দেশে বলেন, “জনগণ যে ধরনের নির্বাচন চায় সেই পরিবেশ তৈরি করুন।

জাতীয় পার্টি অবশ্যই অংশগ্রহণ করবে। ”
সুষ্ঠু নির্বাচনের ‘পথ দেখালে’ সবাই নির্বাচনে আসবে বলেও তিনি মন্তব্য করেন।  
নির্বাচন কমিশন ৫ জানুয়ারি ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণার পর ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বচানের প্রস্তুতি নিলেও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি ও শরিকরা তফসিল বাতিলের দাবি জানিয়ে আসছে।    
নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতায় ৭১ ঘণ্টার হরতালে সারা দেশে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে।  


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।