আমাদের কথা খুঁজে নিন

   

জার্মানিতে উচ্চশিক্ষা -এজেন্সি- স্বপ্ন ও বাস্তবতা (পর্ব- ৬) ভুলের সুচনা



View this link দেখতে দেখতে জার্মানিতে এক বছর পার করে ফেললাম । অনেক চড়াই উতরাই এর মধ্যদিয়ে কেটে গেল প্রায় ১৫ টি মাস । অনেক কিছুই বদলে গেছে এই কদিনে। অনেক দিন হল ল্যাঙ্গুয়েজ স্কুল এর বন্ধুদের সাথে যোগাযোগ হয়না। ব্যস্ততা আর বাস্তবতা সব মিলিয়ে অনেক দিন হয়ে গেল কারও খবর নেয়া হয় না ।

সবার কি অবস্থা তা জানার জন্য এক বন্ধুকে কল দিয়ে তার মোবাইল অফ পেয়ে তারই রুমমেটকে কল করে যা শুনলাম তাতে যতটা না অবাক হলাম তার চেয়ে বেশি কষ্ট পেলাম। । জার্মানিতে এই ল্যাঙ্গুয়েজ স্কুলে আসা প্রথম ৪ জন স্টুডেন্ট গ্রুপে ছিলাম আমরা । মনে আছে প্রথম ল্যাঙ্গুয়েজ ক্লাস শেযে তার মন্তব্য ছিল আয়ারল্যান্ডে তার চাচা আছে আমরা রাজি থাকলে সে ব্যবস্থা করবে । যাই হোক সে সময় আর জাওয়া আর না হলেও ১ বছর এ কিছুতেই জার্মান ল্যাঙ্গুয়েজ আর কোথাও এডমিশন নিতে না পেরে অনেকেই যখন ৮০০-১২০০ ইউরো দিয়ে ল্যাঙ্গুয়েজ কোর্স করছে ভিসা বাড়ানোর জন্য, তখন সে হয়ত এর চেয়ে বরং চাচার কাছে পাড়ি দেয়াকেই বেশি নিরাপদ মনে করেছে ।

তার অবস্থা কেমন তা জানা হয় নি , তার রিসেন্ট ফেসবুক স্ট্যাটাসটা এইরকম Everything is Going wrong…..তাই কারই বুঝতে বাকি নেই সে কেমন আছে… গত লেখায় যেখানে শেষ করেছিলাম তার পর থেকে বলি। যারা আগের লেখাগুলো পড়তে Click This Link বিসাগ এর ওয়েব সাইটে http://bsaagweb.de/ সিরিজের সবগুলু লেখা পাবেন । মোটামুটি দেশের ৪ টা নামকরা বড়বড় এজেন্সি ঘুরে যে অভিজ্ঞতা নিয়েছি তা বাস্তবায়নের সময় বরাবর এর মত যে জিনিসটার কথা চিন্তা করেছি তা হল টাকা…কেউ বলেছে ভিসার আগে ৭ লাখ,কেউ ৬ লাখ , কেউ ৪.৫ লাখ…সবার কথার মধ্যে যেগুলো মিলেছে তার কিছু হল… ভিসা পাবার পর ব্লক এর টাকা তুলে ফেলা যাবে, কাজ করে খরচ চালিয়ে দেশে টাকা পাঠানো যাবে,…যাই হোক সব বিচার বিশ্লেষণ করে শেষমেশ আবার ভিসা ওয়ার্ল্ড অফিসে গেলাম…কাউন্সিলরকে আমার অবস্থা বললাম…বাপের ১০ লাখ টাকা আছে প্রভিডেন্ট ফান্ডের… সে আমাকে বলল সেই আগের কথা …ভিসা এর আগে শুরুতে ২ লাখ ৮০ হাজার টাকা ল্যাঙ্গুয়েজ কোর্স ফির হাফ , প্লাস এডমিশন ফি, প্লেন ফেয়ার, কেনাকাটা সব মিলিয়ে ৪.৫ লাখ টাকা এর মত লাগবে…আর ভিসা এর পর ব্লক এর টাকা তোলা যাবে… প্রব্লেম হবে না…আমি যেন যত তাড়াতাড়ি পারি পেপারস এর ফটোকপি , ছবি আর ফাইল ওপেন এর জন্য ৩১৩৫ টাকা নিজে আসি…ফাইল ওপেন হলে পেপারস তারা জার্মানি পাঠাবে…এসেসমেন্ট এর জন্য…তারা ওকে বললে দেন ল্যাঙ্গুয়েজ কোর্স এর হাফ, কোর্স রেজিস্ট্রেশন ফি, বিশ্ববিদ্যালয় এর এনরোলমেন্ট ফি, ব্যাঙ্ক ট্রান্সফার ফি বাবদ সব মিলিয়ে ২ লাখ ৮০ হাজার টাকা জমা দিতে হবে…কাউন্সিলর এর ভরসা পেয়ে পরের দিন…কাগজপত্র এর ফটোকপি আর ৩১৫০ টাকা দিয়ে ফাইল ওপেন করলাম…লাইফের চরম তম দিনের খাতায় নাম লেখালাম… মজার ব্যাপার হচ্ছে…ফাইল ওপেন ফি ৩০০০ টাকা আর ১৩৫ টাকা হচ্ছে ভ্যাট…যার রশিদ ও কিনা দিয়ে দেয়… ভিসা ওয়ার্ল্ড সরকারকে ভ্যাট দেয় … ভ্যাট রশিদ ও দিচ্ছে…ভ্যাট রশিদ দেখে পুরনো একটা ঘটনা মনে পরে গেল…গুলশানের একটা ৩ স্টার হোটেলে জব করার সুযোগ হয়েছিল…IELTS এর ভাইবা এর পরীক্ষা হয় এই হোটেলে…একবার কোরবানির ঈদ এর আগে একদিন এক লোক এসে নিজেকে ভ্যাট অফিসার পরিচয় দিয়ে আমাদের এক কলিগকে মোটামুটি ভয় দেখিয়ে তার কাছ থেকে হোটেলের রেজিস্টার খাতা নিয়ে যায়। । সবাই যখন টেনশনে কি হবে এখন…তার পরের দিনই এই একই লোককে তার পরিবার সহ হোটেলের রেস্টুরেন্টে আমাদের ডাইরেক্টে এর সাথে লাঞ্চে দেখে ব্যাপার বুঝতে বাকি রইল না… যেটুকু বাকি ছিল লাঞ্চ শেষে ডাইরেক্টের যখন একটা খামে ২০ হাজার টাকা ভরে দিতে বলল তখন বাকিটা ও ক্লিয়ার হয়ে গেল… ৩১৩৫ টাকা দিয়ে ফাইল ওপেন করলাম ৪ অক্টোবর ২০১১ তে…তার ২ দিন পরই ভিসা এজেন্সির ফোন।

আমার ল্যাঙ্গুয়েজ কোর্স এর অফার লেটার আসছে…এখন ২ লাখ ৮০ হাজার টাকা দিয়ে অপেক্ষা করতে হবে ভার্সিটি এর অফার লেটার এর জন্য…মাস খানেকের মধ্যে আশা করা যায় অফার লেটার চলে আসবে। টাকা দেয়া এর শুরু হয়ে গেল…এত টাকাতো আমার কাছে নাই … টাকাতো বাপের কাছে…তিনি থাকেন গ্রামে। খালাতো বোন এর কাছ থেকে ধার করে লাখ টাকা নিয়ে দিলাম। আর শুরু করলাম অফার লেটার এর অপেক্ষা । সে অপেক্ষা এর কথা না হয় আগামী লেখায় বলব…ততদিন অপেক্ষায় থাকুন… (চলবে )


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.