আমাদের কথা খুঁজে নিন

   

সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার ব্যাপারে সাহা্য্য চাই।

আমাকে সামান্যই ভালবাস কিন্তু তা যেন দীর্ঘদিনের জন্য হয়-----জন হে উড আমাদের এলাকার এক প্রবাশী বড় ভাই সৌদি আরব থেকে সেকেন্ড হ্যান্ড আইফোন5 এবং আইফোন 4এস কিনে আনেন। সে ফোন দুটো বিক্রি করে দেব। আমি এখান থেকে একটা ভার্সন কিনতে চাই। কিন্তু আমি আইফোনের ব্যাপারে একেবারেই অজ্ঞ। গুগলিং করে শুধু আইফোনের মডেল বের করা শিখছি।

আইফোনের ব্যাপারে আমার জ্ঞান এটুকুই । এখন আইফোন 5 ৩০ হাজার টাকা এবং 4এস টা ২০ হাজার টাকা বলে দিয়েছে। এখন উপরের দুটো ভার্সনের একটা এই দামে কেনা কি ঠিক হবে? আমি বুজবো কি ভাবে সেকেন্ড হ্যান্ড আইফোনটা কি আরিজিনাল আইফোন নাকি অন্য কোন কম দামী আইফোন? এটা কি ফ্যাক্টরি আনলক নাকি অন্য কোন কিছু করা এগুলোর কিছুই আমি জানি না। তবে আমার কাছে আইফোন দুটো অরিজিনালই মনে হয়েছে । এখন আপনারাই বলেন কি করা যায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।