আমাদের কথা খুঁজে নিন

   

নিশি কাব্য



আমার নিঃছিদ্র স্বপ্নের মাঝে তোমার সাপের মত আগমন। অতঃপর লখিন্দের মত আমি ম্রিতপ্রায়। রাতের ভিতরে রাত জেগে উঠল কোথাও যেন নির্জনতায় ঘুন পোকারা পেল আশ্রয়, আমি ও তোমার চোখে নিলাম প্রশ্রয়। তারপর শুধু সবুজ ছুয়ে চলা রেলের মত চলেছে অনন্ত স্বপ্ন। আমার একান্ত ব্যাক্তি গত স্বাপ্নের মাঝে তোমার সাম্রাজ্য বাদী আগ্রমন অতঃপর আর পাচ টা দুর্বলের মত আমার আত্ম সমর্পন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।