আমাদের কথা খুঁজে নিন

   

থাইল্যান্ডে এবার ধর্মঘটের ডাক

থাইল্যান্ডে সরকারবিরোধী আন্দোলনে এবার নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রাজধানী ব্যাংককে চলমান সংঘর্ষের মধ্যেই আজ থেকে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন সরকারবিরোধী আন্দোলনের নেতা সুথেপ থাংসুবান। থাইল্যান্ডের সাবেক উপপ্রধানমন্ত্রী থাংসুবানের বক্তব্যটি দেশের প্রায় সব সম্প্রচার মাধ্যমেই প্রচার করা হয়েছে। সরকারকে অচল করে দিতে থাংসুবান সরকারি ও ব্যক্তিগত সব প্রতিষ্ঠানেই কাজ বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল পর্যন্ত আট দিন ধরে দেশটির প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদচ্যুতির জন্য আন্দোলন করছে সরকারবিরোধীরা। এদিকে আন্দোলনকারীদের ঠেকাতে দাঙ্গা পুলিশের পাশাপাশি গতকাল সেনা মোতায়েন করেছে সরকার। নিরাপত্তা বাহিনী ৩০ হাজার আন্দোলনকারীর ওপর জলকামান থেকে গরম পানি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। এর আগে খবর বের হয়, বিক্ষোভকারীরা অনেকগুলো সরকারি ভবনে ঢুকে পড়লে পুলিশ ও সরকার সমর্থকদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ছাড়া পুলিশ ভবনে ঢুকে পড়লে সেখানে অবস্থানরত দেশটির প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা ভবনটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। বিক্ষোভকারীরা সরকারি একটি গণমাধ্যমের দফতরও দখল করে নিয়েছে। সংঘর্ষে সরকারপক্ষীয় এক সমর্থক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এই নিয়ে দুই দিনে রাজনৈতিক সহিংসতায় দেশটির রাজধানী ব্যাংককে দুই জন নিহত হলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষে ৪৫ জন আহত হওয়ার খবর জানা গেছে।

আন্দোলনকারীরা রবিবারকে 'ভি-ডে' হিসেবে আখ্যায়িত করেছে। তারা এটিকে মনে করছে গণঅভ্যুত্থান। তাদের বক্তব্য, ইংলাকের প্রশাসন পেছন থেকে নিয়ন্ত্রণ করছে তার ভাই নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। এদিকে আন্দোলনকারীরা গুরুত্বপূর্ণ সরকারি ভবন, টেলিভিশন স্টেশন ও পুলিশের প্রধান কার্যালয়ের পাশে অবস্থান নিয়েছেন। অন্যদিকে এসব ভবনের ভেতর যাতে আন্দোলনকারীরা ঢুকতে না পারে সেজন্য নিরাপত্তা বাহিনীর কড়া প্রহরা রয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী ইংলাককে ক্ষমতাচ্যুত করার জন্য গত এক সপ্তাহ ধরে তীব্র আন্দোলন শুরু করেছে সরকারবিরোধীরা। ২০১১ সালে নির্বাচনে জিতে থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী হন ইংলাক। বিবিসি, এএফপি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.