আমাদের কথা খুঁজে নিন

   

তারেক ও জয়ের রাজতন্ত্র বজায় রাখার ষড়যন্ত্র

ইকোনোমিস্ট

শেখ হাসিনা এবার বড় আশা নিয়ে জয়কে রাজনীতিতে অভিষেক করে, এমপি বানায়ে আওয়ামী লীগের হাল ধরাতে চেয়েছিলান; কিন্তু জয় প্রমাণ করেছে যে, তার প্রয়োজনীয় দক্ষতা কোন কিছুতেই নেই: সে অর্থনীতি বুঝে না, দেশের মানুষকে বুঝার মতো ক্ষমতা নেই, বেকুবের মত কি সব উন্নয়নের কথা বলছিল, কোন ব্যাপারে এ্যানালাইসিস ক্ষমতা নেই, কোন বিশ্লষণ ক্ষমতা নেই; আবার প্রচুর মিথ্যা কথা বলে; নিজকে ওভার-স্মার্ট করেছে উল্টাপাল্টা কথা বলে: "আমার কাছে তথ্য আছে", "মিট দ্য প্রেস", ইত্যাদি তার দৈন্যতা প্রকাশ করেছে। সে ২০ বছরের মত আমেরিকায় থাকার পর, এদেশের যুবলীগ বা যুবদলের মতো 'বিলবোর্ড' দখল করে বসেছিল। শেখ হাসিনা বুঝতে পেরেছে যে, উনি না থাকলে আওয়ামী লীগ এই বেকুবকে একদিনে পাগল বানায়ে ছাড়বে; এবং আওয়ামী লীগ কোনভাবেই জয়ের অভাব অনুভব করবে না। জয়ের দরকার হতে পারে, যদি তারেক রাজনীতিতে ফিরতে পারে। মানি লন্ডারিং এর কেইসে তারেক ১০০% দায়ী, মামুন দোষী হলে তারেক খালাস পাবার কোন উপায় নেই; এখানে তারেককে খালাস দেয়া হয়েছে, ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি ফিরে আসার জন্য। তারেক ফিরে এলেই জয়ের যায়গা হবে। মনে হয়, এ ব্যাপারে শেখ হাসিনা ও খালেদা বেগম এক মত হয়েছে যে, উনাদের বংশধরদের রাজনীতিতে রাখতে হলে, উভয়কে এক মত হতে হবে: এখানে আওয়ামী লীগ, বিএনপি, জনতা গৌণ; এবং সেটাই হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.