আমাদের কথা খুঁজে নিন

   

জনপ্রিয় ও অত্যাধুনিক ফটো শেয়ারিং অ্যাপ- ইনস্টাগ্রাম!


বর্তমান সময়ে সোশ্যাল নেটওয়ার্কগুলোর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। আর সোশ্যাল নেটওয়ার্ক সাইটগুলোর ধরনও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ফেসবুক, টুইটার ও গুগল প্লাস ইত্যাদি। এসব সাইটগুলোর পাশপাশি আরেকটি জনপ্রিয় ফটো শেয়ারিং সাইট ‘ইনস্টাগ্রাম’, কিন্তু, ইনস্টাগ্রাম-এ সাইন আপ করার কোন অপশন নেই। অনেকেই মনে করে এটা হয়ত রেফার করার মাধ্যমে সাইন আপ করা যায়।

যা জিমেইল তাদের সেবার শুরুতে এমনটি করেছিল। না, ইনস্টাগ্রামের ক্ষেত্রে এর রয়েছে ভিন্নতা। ইনস্টাগ্রাম-এ সাইন আপ করা যায়, তাদের অফিসিয়াল অ্যাপ দিয়ে। অ্যাপটি ডেভেলপ করা হয়েছে অ্যান্ড্রয়েড আর অ্যাপেল-এর জন্য। অ্যান্ড্রয়েডের জন্য আমরা আজ এই অ্যাপটি শেয়ার করতে যাচ্ছি।

এটি ইনস্টাগ্রাম-এর সর্বশেষ ভার্সন। অ্যাপটি ডিজাইন অনেক আকর্ষনীয়। ছবি অথবা ভিডিও আপলোড করা যায় খুবই দ্রুত। ছবিগুলো আপলোডের সময়ই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক, টুইটার, ফ্লিকার ইত্যাদি সাইটে শেয়ার করার অপশন দেখায়। অ্যাপটির আরো একটি চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে সহজেই ছবির লোকেশন ট্র্যাক করে গুগল ম্যাপের মাধ্যমে লোকেশন ট্যাগ করে ফেলে।

অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন!
‘ইনস্টাগ্রাম’
আমাদের ফেসবুক পেজ পিসি হেল্প (টিপস্ এন্ড ট্রিকস্)
সৌজন্যে: পিসি হেল্প (টিপস্ এন্ড ট্রিকস্)

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।