আমাদের কথা খুঁজে নিন

   

হরতাল রসিকতা

হরতাল এর প্রভাব যে পারিবারিক জীবনেও পড়ছে তা বেশ ভালভাবেই বোঝা যায়। সেদিন এক ভাইয়ের সাথে দেখা...দেখলাম তার মন খারাপ। আমিঃ কি হইছে ভাই? ভাইঃ আরে কইস না...তর ভাবির ধারনা আমি অন্য মাইয়ার লগে ফোনে রং ঢং করি,এইজন্য সে হরতাল ডাকছে,আমার খাওয়া দাওয়া সব বন্ধ কইরা দিছে। আমিঃ তুমিও হরতাল দাও? ভাইঃ ধুররর...এই দেশে পুরুষ নেতৃত্বের বেইল নাই ... আমার হরতালরে সে কাচকলা দেখাইব। আমিঃ ভাবি কাচকলা দেখাইলে তুমিও তারে সাগরকলা দেখাও...কলায় কলায় কাটাকাটি হয়ে যাবে...তোমাদের সংসার হয়ে উঠবে কাটা কলার সংসার। ----- অপরদিকে,এক পুরানো দম্পতি হরতাল এর উপর ভীষণ খেপা...হরতাল নাকি তাদের ফ্যামিলি মেম্বার বাড়ায় দিতেছে...প্রতি হরতালে নাকি তাদের ভালবাসা বৃদ্ধি পায় যার দরুন উনারা এখন ৭ সন্তান এর গর্বিত বাব-মা...আরেকজন ডাউনলোড হওয়ার পথে ... সর্বশেষে, আপনারা চাইলেই এখন হরতাল ডাকতে পারেন,যত ছোট কারনই হোক মরার আগে একবার হইলেও কইতে পারবেন,আমি একবার হরতাল ডাকছিলাম। যেসব কারনে হরতাল হইতে পারেঃ ১.মোবাইল কল রেইট ক্যান বাড়ল,ধুররর...শান্তিমত প্রেমও করতে পারিনা (আগামীকাল হরতাল) ২.রিকশার চেইন ক্যান পড়ল (আগামীকাল হরতাল) ৩.বাসি খাবার খাইয়া পেট খারাপ করছে (আগামীকাল হরতাল) ৪.আমার বন্ধুর গার্লফ্রেন্ড কত সুন্দর,আর আমারটা দেখতে অর্ধেক অপু বিশ্বাস অর্ধেক ময়ুরি...টোটাল লস ( আগামীকাল হরতাল) ৫.মুরগী ডিম দেয় না কেন? (আগামীকাল হরতাল)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.