আমাদের কথা খুঁজে নিন

   

জামদানি ঠাই পেল ইউনেস্কোর তালিকায়

বাংলাদেশের ঐতিহ্যবাহী  জামদানি ইউনেস্কোর ‘বিশ্ব মানবতার অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য’ তালিকায় স্থান পেয়েছে। আজারবাইজানের রাজধানী বাকু শহরে চলমান সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক ইউনেস্কোর আান্তর্জাতিক কমিটির ৮ম বৈঠকে এ তালিকা চূড়ান্ত হয়েছে।

বিভিন্ন দেশে থেকে পাওয়া ৩১ টি প্রস্তাব যাচাই-বাছাই শেষে ২৩ টি প্রস্তাব গ্রহণ করে কমিটি। প্রস্তাবের মধ্যে জামদানি বুনন শিল্প শীর্ষক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

বাংলাদেশের পক্ষ থেকে ইউনেস্কোতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি  শহিদুল ইসলাম, বাংলা একাডেমির মহাপরিচালক  শামসুজ্জামান খান, জামদানি বিশেষজ্ঞ ফিরোজ মাহমুদ এবং বাংলা একাডেমির পরিচালক শাহিদা খাতুন এ আন্তর্জাতিক সমাবেশে অংশগ্রহণ করছেন। সম্মেলনটি শেষ হবে ৭ ডিসেম্বর।

আবহমান কাল থেকে  চলে আসা অলিখিত রীতি-ঐতিহ্য, নাচ-গান-বাদ্যযন্ত্র সহ বিভিন্ন ধরনের ললিত কলা, সামাজিক রেওয়াজ, আচার-অনুষ্ঠান ও উৎসব, প্রকৃতি সম্পর্কিত লোকজ জ্ঞান, ঐতিহ্যের সাথে সম্পর্কিত সামগ্রী প্রস্তুতির জ্ঞান ও  দক্ষতা ইত্যাদি বিষয় অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের অন্তুর্ভুক্ত। ২০০৮ সালে বাংলাদেশের বাউল সঙ্গীত মানবতার অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় স্থান পায়। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.