আমাদের কথা খুঁজে নিন

   

বাবর ছিলেন উজবেক, উজবুক না



অ্যালেক্স রাদার ফোর্ডের লেখা সম্রাট বাবরের সুলিখিত ইতিহাস পড়লাম। আমার পাওয়া নতুন তথ্যর মধ্যে যেগুলোঃ ১) বাবর উজবেকিস্তানের ফারগানা রাজ্যের (বর্তমান উজবেকিস্তান এবং তাজিকিস্তানের অংশ) রাজার সন্তান; ২) বাবর একজন উজবেক তবে উজবুক না; ৩) বাবর পিতার দিক থেকে তৈমুর লং এবং মাতার দিক থেকে চেঙ্গিচ খানের বংশধর; ৪) তৈমুর লং এবং চেঙ্গিচ খানের নিষ্ঠুরতার কথা বাবর নামায়ও লেখা আছে; ৫) ঘরের কার্নিশ ভেঙ্গে পরে বাবার মৃত্যুর পর মাত্র ১২ বছর বয়েষে সুলতান হন; ৬) ঐ সময় তৈমুর লংয়ের স্মৃতি বিজরিত সমরকন্দ দখলে নিয়ে বড় রাজ্যের সুলতান হতে অভিযান চালান, আরেক উজবেক সাইবানি খানের কাছে বার বার ৩ বার পরাজিত হন এবং বাবর তার নিজের একমাত্র বোনকে সাইবানী খানকে উপহার দিয়ে কোনমতে বেঁচে ফিরেন; ৭) সমরকন্দ দখল করতে গিয়ে পিতার অবিবাহিত স্ত্রীর গর্ভে জন্মা ভাই জাহাংগীর এর কাছে ফারগানা রাজ্য হারান। ৮) ঐ সময় সে মাত্র কয়েকজন সহযাত্রী নিয়ে জঙ্গলে জঙ্গলে শিকার করে দিন যাপন করতেন, এ সময় কাবুলের সুলতান তার এক বংশীয় ভাই নিঃসন্তান হিসেবে মৃত্যুবরণ করলে হিন্দুকুশ পর্বতমালা পাড় হয়ে কাবুলের দায়িত্বগ্রহন করেন। ৯) ঐ সময়ের ইরানের শাহের সাহায্যে নিজের বোনকে ফেরৎ এবং সমরকন্দ দখল করলেও শিয়া সুন্নীর দ্বন্দে সমরকন্দ থেকে পালিয়ে আসেন। ১০) সম্পদ আর জনগণ থেকে ট্যাক্সের লোভে খাইবার গিরিপথ দিয়ে ভারত আক্রমন করেন এবং ১৫২৬ সালে পানিপথের ১ম যুদ্ধে জয়ী হয়ে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন।

১১) মাত্র ৪৭ বছর বয়েসে অজানে অসুখে মৃত্যুবরণ করেন যেটা কথিত হয় তার ৪ ছেলের বড় ছেলে হুমায়ুনের জীবনের বদলে সর্বশক্তিমানের কাছে নিজের জীবন সমর্পন করেন। ১২) উজবেকিস্তানে জন্মগ্রহন করলেও এবং ভারতে বিকশিত হলেও মৃত্যুর পর নিজেকে কাবুলে সমাহিত করতে বাবরনামায় নির্দেশ দিয়ে যান, যাকে তিনি তার মাতৃভূমি বলে উল্লেখ করেছেন। ১৩) বাবর কর্তৃক ভারত দখলের আগে ভারতের শাসক ছিলেন ইব্রাহিম লোদী, তিনি একজন আফগান ছিলেন। মন্তব্যঃ ১) ভারত ইংরেজদের কাছে পরাধিন হয় নাই, মূলতঃ আফগান এবং উজবেকদের দিয়ে যার শুরু। ২) তৈমুর লং এবং চেঙ্গিচ খান মূলতঃ সম্পদের লোভে অন্য রাজ্য আক্রমন করতেন, যেখানে জয়ের পরে ৩/৪ দিন পরেই সেই রাজ্য ত্যাগ করার নজির আছে।

তৈমুর লং তার ভারত জয়ের পর মাত্র ৪ দিন পরে দিল্লী ত্যাগ করেন। সাথে নিয়ে যান সেই সময়ের দিল্লী রাজের সব সম্পদ। ৩) কোন দেশ বা রাজ্য জয়ের জন্য সেদেশের অসুখী এবং লোভী মানুষদের ব্যবহার করেছেন যারা মূলতঃ সে সময়ের রাজা/সুলতানদের সাথে বেইমানী করেছে। ৪) শুধু মাত্র মুসলিম বলেই আমরা মুঘলদের নিঃশর্তভাবে সমর্থন করি। ৫) তাদের ক্ষমা করা যায় এই ভাবে, শুধুমাত্র ভারতকে আমাদের এলাকা না ধরে, পৃথিবীটাকে আমাদের মনে করলে এবং নায়ক এবং সক্ষম নেতা আশা করলে, ঐ উজবেকরা তা প্রমান করেছেন এবং আমাদের নেতা হয়েছেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.