আমাদের কথা খুঁজে নিন

   

অবরোধে ককটেলে আহত আরেক ব্যক্তির মৃত্যু

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অবরোধে ককটেল বিস্ফোরণে রতন সরকার নামের আহত আরেকজন মারা গেছেন। গতকাল শুক্রবার গভীর রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান।

নিহত রতন সরকার সাভারের বাইপাইলের এজিস টেক্সটাইলের ব্যবস্থাপক। তাঁর বাড়ি কুমিল্লার মুরাদনগরের বানিয়ারচরে।

সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার মশিউদ্দৌলা আজ শনিবার রাতে প্রথম আলো ডটকমকে জানান, গত সোমবার রাত আটটায় সাভারের ফুলবাড়িয়া এলাকায় যাত্রাবাহী বাসে অবরোধকারীরা ককটেল নিক্ষেপ করে।

বাসের জানালা ভেঙে ককটেলটি রতন সরকারের মাথায় বিস্ফোরিত হয়। এরপর অচেতন অবস্থায় তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল দিবাগত রাত একটায় সেখানেই মারা যান তিনি।

এ নিয়ে অবরোধে মোট ৫৫ জন প্রাণ হারান। এর আগে প্রথম দফার তিন দিনের অবরোধে ২২ জন এবং দ্বিতীয় দফায় ছয় দিনের অবরোধে ৩২ জন প্রাণ হারান।

সোর্স: http://www.prothom-alo.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।