আমাদের কথা খুঁজে নিন

   

মরণোত্তর গ্র্যামিতে মনোনীত পণ্ডিত রবি শঙ্কর

মরণোত্তর পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন প্রয়াত সেতার বাদক পণ্ডিত রবি শঙ্কর। ৫৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডে তাকে এ সম্মাননা দেয়া হবে। শনিবার গ্র্যামি অ্যাওয়ার্ড কমিটি এই ঘোষণা দেয়।

'দ্য লিভিং রুম সেশনস পার্ট ২' অ্যালবামের জন্য মরণোত্তর গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন প্রয়াত এই সেতার বাদক। গত বছর ১১ ডিসেম্বর আমেরিকার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবি শঙ্কর। এরপরই রবি শঙ্করকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়। এ ছাড়াও ওই বছরই ‘দ্য লিভিং রুম সেশনস পার্ট ১’ অ্যালবামের জন্য ‘ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম’ পুরস্কারও পেয়েছিলেন তিনি। রবি শঙ্করের হয়ে পুরস্কার গ্রহণ করেছিলেন তাঁর দুই মেয়ে অনুস্কা ও নোরা।

এবছর পণ্ডিত রবি শঙ্কর ছাড়াও গ্র্যামি পুরস্কারে লাইফ অফ পাইয়ের সঙ্গীত পরিচালক মাইকেল ড্যানাও মনোনীত হয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.