আমাদের কথা খুঁজে নিন

   

সুনামগঞ্জ জেলা বিএনপির সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আটক

সুনামগঞ্জের ছাতকে রোববার ছাত্রদল-ছাত্রলীরে মধ্যে সংঘর্ষের ঘটনায় সুনামগঞ্জ জেলা বিএনপির সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ফজলুল করিম বকুলকে আটক করেছে পুলিশ।

আজ দুপুরে গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে ছাতক থানা পুলিশ।

উল্লেখ্য, ছাতকে গতকাল ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ৩০ জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হন। আহতদের মধ্যে মাসুদুল ইসলাম নামের এক ছাত্রলীগ নেতার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয় ।

পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনায় সুনামগঞ্জ জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলনসহ  ৪৩ জনের নাম উল্লেসহ চারশ বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে প্রশাসনিক কাজে বাধা (পুলিশ এসল্ট) প্রদানের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।

একই ঘটনায় বিএনপি নেতাদের বিরুদ্ধ গাছ পোড়ানোর অভিযোগ এনে থানায় অপর একটি মামলা করেছেন দুদু মিয়া নামের এক কাঠ ব্যবসায়ী।

এদিকে, আজ বিকেল ৩টায় ছাতক বহুমূখী উচ্চ বিদ্যালয মাঠে নিহত ছাত্রলীগ নেতা মাসুদুল ইসলাম মাসুদ এর জানাযার নামাজ সম্পন্ন হয়েছে। তাকে উপজেলার দিগলবন্দ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ছাতক থানার ওসি শাহজালাল মুন্সি জানান, সংঘর্ষের পর থেকে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। নিহত ছাত্রলীগ নেতার পরিবারে পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.