আমাদের কথা খুঁজে নিন

   

ও হ্যা, আজকে আমার জন্মদিন।

জানি না কেন লিখি! তবু লিখি মনের খেয়ালে, পরিবর্তন করার মানসে, পরিবর্তিত হওয়ার মানসে। যদিও জানি সব ব্যর্থ হচ্ছে। তবুও আমি আছি সেদিনের সেই আলোকময় প্রত্যুষার আগমনের অপেক্ষায়

জীবনের অনেক চরাই উতরাইয়ের মধ্য দিয়ে আজ আমি ২৯টি (বসন্ত!) বছর পার করে ত্রিশতম বছরে পৌছলাম। \n\nআর আপনাদের সাথে এই স্বল্পকালীন জীবনের মধ্য থেকে দুইটি বছর অতিবাহিত করলাম। আমরা জীবনের তেমন কোন পাওয়া নেই।

পৃথিবীর বিক্ষুব্ধ এক সময়ে জন্ম নিয়ে যা পেয়েছি তাতেই আমি খুশি। তবে তুষ্ট নই। কারণ বহু কিছু করার এখনো বাকী আছে। সামর্থ না থাকায় অনেক প্রিয়জনদের জন্য অনেক কিছুই করতে পারি নি। যেমন পারিনি নিজের সন্তান দুটোর জন্য একটি বাসযোগ্য সুন্দর পৃথিবী গড়তে।

নিজেকে অপরাধী মনে হয় খুব। আর হ্যা, এর আগে আমার প্রথম সন্তানকে নিয়ে একটি কবিতা পোস্ট করেছিলা । কিন্তু আমরা দ্বিতীয় সন্তান জন্ম লাভের পর আপনাদের সাথে শেয়ার করা হয় নি। গত ২০ নভেম্বর আমার পুত্র সন্তান পৃথিবীর মুখ দেখেছে। তার নামও রাখা হয় নি।

আপাতত তাকে আমাদের প্রিয় (!!!) [http://www.somewhereinblog.net/blog/GanduMiah007|কবির ] নামানুসারে গেন্দু মিয়া বলে চালিয়ে নিচ্ছি। আশা করি কয়েকদিনের মধ্যে তার একটি সুন্দর নাম পাব। সুন্দর দিনের প্রতীক্ষায়..... মুখ চোরা একজন


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।