আমাদের কথা খুঁজে নিন

   

কালো ফর্সা নাদুসনুদুস স্লিমের বিড়ম্বনায় :O



এশিয়ায় ব্যাপক জনপ্রিয় ফর্সা করার ক্রিম সবারই চিন্তা মেয়ে হতে হবে ফর্সা৷ আর এই ধারণার উপর নির্ভর করে পৃথিবীতে এখন ত্বক ফর্সা করা ক্রিম বা লোশনের বাজার রমরমা৷ বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মেয়েদের মাঝে এই ক্রিম ব্যবহারের প্রবণতা সবচেয়ে বেশি৷ কিন্তু সত্যিই কি এই ক্রিম ত্বক ফর্সা করতে পারে? অথবা কেনই বা প্রয়োজন ত্বক ফর্সা বা সাদা করার৷ ত্বক ফর্সা করা ক্রিমের বিজ্ঞাপনগুলো এমন যে, সেখানে বলাই থাকে - ভালো চাকরির জন্য চাই ‘সাদা ত্বক'৷ আর তাই ব্যবহার করা উচিত এই ক্রিম৷ অথবা আপনার যে যোগ্যতাই থাকুকনা কেন, যদি ত্বক ফর্সা করতে পারেন, তবে আত্মবিশ্বাস - সে কোন বিষয়ই না৷ আর তাই সাক্ষাৎকার দেবার কয়েক সপ্তাহ আগে থেকেই কালো মেয়েরা ব্যবহার করুন ত্বক ফর্সা করা ক্রিম৷ আর যদি বিয়ের প্রশ্ন আসে, তবে তো কথাই নেই৷ এশিয়ান ছেলেদের একদিকে যেমন পছন্দ ফর্সা মেয়ে, তেমনি বাবামাও চিন্তায় পড়েন কীভাবে কন্যাকে আরো ফর্সা করে তোলা যায়৷ তখন উপদেশ আসে, ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহারের৷ অবশ্য সব দিক বিবেচনা করে বলা যায়, বিজ্ঞাপন সংস্থগুলো মানুষের ধ্যান-ধারণা এবং মানসিকতাকে পুঁজি করে চালাচ্ছে এই ব্যবসা৷ ভারতের মেয়ে সিমি সিং বলছে, তার বিয়ের বয়স হয়েছে৷ তাই তাকে আরো ফর্সা হতে হবে৷ কারণ ভারতে ঐসব মেয়েরাই আকর্ষণীয়, যাদের গায়ের রং ফর্সা৷ এবং বিয়ের বাজারে তাদের ভালো পাত্রও জুটে যায়৷ আর তাইতো প্রতিনিয়ত টেলিভিশন, রেডিও আর পত্রিকাতে চলছে তথাকথিত ত্বক ফর্সা করার দাবিদার ক্রিমের বিজ্ঞাপন৷ কিন্তু কেন মানুষের মাঝে ত্বক ফর্সা করার এতো চেষ্টা৷ মিরা কানিষ্ক নামে একজন বাজার গবেষক এর কারণ বর্ণনা করতে গিয়ে বলেন, ভারতীয়দের মাঝে ত্বক ফর্সা করার এই ধারণাটি এসেছে ব্রিটিশদের কাছ থেকে৷ ব্রিটিশদের ত্বক ছিল সাদা এবং তারা মানুষের উপর ছড়ি ঘোরাতো৷ তাই সাদা ত্বকের সঙ্গে ক্ষমতার একটি যোগসূত্র রয়েছে৷ তিনি বলছেন, এশিয়ানরা অনেক সময় রোদে কঠিন পরিশ্রম করে থাকে, যা তাদের ত্বকের রঙ কালো করে তোলে৷ কিন্তু কেউ যদি সাদা ত্বকের অধিকারী হয়, তবে তাকে সমাজের উঁচুস্তরের বলে ধরে নেয়া হয়৷ মিরার মতে, ভারতবাসীর মনে সাদা চামড়া জীবনযাত্রা, সৌন্দর্য এবং সমাজে ব্যক্তির অবস্থান সম্পর্কে একটি ইতিবাচক প্রভাব তৈরি করে৷ তিনি আরো বলেন, এই ধারণা এখন শুধু মেয়ে নয় ছেলেদের মধ্যেও বিরাজমান৷ তাইতো ছেলেদের জন্য ত্বক ফর্সা করার ক্রিমও বেশকিছুদিন হলো বাজারে এনেছে কোম্পানিগুলো৷ কিন্তু আসলে কি কোন কাজ হয় ? কিভাবে বছরের পর বছর চলছে এই ক্রিমের ব্যবসা? ক্রেতা অর্থাৎ ব্যবহারকারীরা হয়ত এর মধ্যে কোন না কোন উপকার পেয়েছেন৷ তবে বেশির ভাগ চিকিৎসকই কিন্তু সাধারণ ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহার করতে বারণ করে থাকেন৷ আর ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহারের কারণে ত্বকে সমস্যা দেখা দিয়েছে এমন মানুষও খুঁজে পাওয়া যাবে৷ তবে বাজার বিশেষজ্ঞরা বলছেন, প্রচলিত সামাজিক ধ্যানধারণার কারণে খুব সহজে ত্বক ফর্সাকারী ক্রিমের দিক থেকে মুখ ফেরাতে পারবে না দক্ষিণ এশিয়ার মানুষ৷ প্রতিবেদক: ঝুমুর বারী সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.