আমাদের কথা খুঁজে নিন

   

সহিংসতায় উস্কানিতে প্রধানমন্ত্রী: বিএনপি

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “গতকাল (বুধবার) প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা-কর্মীদের পরিবারের সদস্যবর্গ, তাদের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে যে উক্তি করেছেন, তা উস্কানিমূলক।
“বিরোধীদলীয় নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের ওপর এবং বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে এখন যেসব হামলার ঘটনা চলেছে ও চলছে, এর সব দায়-দায়িত্ব প্রধানমন্ত্রীকেই নিতে হবে। ”
বুধবার গণভবনে এক সভায় শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন নজরুল।
সাতক্ষীরা, মেহেরপুরসহ বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলা চলছে বলে অভিযোগ করেন বিএনপি নেতা।
“সরকার যে কোনো উপায়ে ক্ষমতায় টিকে থাকার অশুভ প্রয়াসে নানা কৌশল নিয়েছে।

তারা একদিকে পাতানো নির্বাচনের নাটক চালিয়ে যাচ্ছে। অন্যদিকে গণতন্ত্রকামী জনগণের আন্দোলন দমানোর জন্য খুন, গুম, হামলা, মামলার মতো নৃশংস ও নিপীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সরকারি বাহিনীসমূহকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে। ”
নজরুল বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধী দলকে ভোট না দিয়ে জাতি অভিশাপমুক্ত হয়েছে। এই কথা থেকে বোঝা যায়, তিনি অভিশাপমুক্ত করতে বিরোধী দলবিহীন নির্বাচনের আয়োজন করেছেন।


“তার (প্রধানমন্ত্রী) দলের ও জোটের ১৫৪ প্রার্থীকে কথিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতিয়ে আনার নামে অভিশপ্ত হয়েছে বলেন জনগণ বিশ্বাস করে। আমরা মনে করি, এই অভিশাপের মধ্য দিয়ে সরকার ও নির্বাচন কমিশন গোটা নির্বাচনী প্রক্রিয়াকে কলঙ্কিত করেছে। এই অভিশাপের কালিমা প্রধানমন্ত্রীকে চিরদিন বহন করতে হবে। ”

নির্বাচন স্থগিত এবং নির্দলীয় সরকারের দাবিতে নতুন করে চার দিনের অবরোধের ঘোষণা দিয়ে নজরুল বলেন, “আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, কোনো ধরনের কৌশলে বিভ্রান্ত করে কিংবা শক্তি প্রয়োগে মানুষকে আন্দোলন থেকে বিরত রাখা যাবে না। ”
গত মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া ৭২ ঘণ্টার অবরোধের শেষ দিনে নতুন কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে আসেন নজরুল।

এই অবরোধ শুক্রবার সকালে শেষ হওয়ার পর শনিবার সকাল থেকে নতুন করে একই কর্মসূচি দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন উপস্থিত ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.