আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ায় মানবাধিকার লঙ্ঘন করছে আল-কায়েদা

সিরিয়ায় তৎপর আল-কায়েদা সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলো মানবাধিকারের চরম লঙ্ঘন করছে। লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকাল এ কথা জানিয়েছে। সংস্থাটি আরও জানায়, বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা গোপন বন্দীশিবির স্থাপন করে সেখানে হত্যা ও ভয়াবহ নির্যাতন চালাচ্ছে। অ্যামনেস্টি জানায়, আল-কায়েদা সহযোগী গোষ্ঠী 'স্টেট অব ইরাক' ও 'ইসিল' শত শত শিশুকে অত্যন্ত বর্বর ও অমানবিক পরিবেশে আটকে রেখেছে। এদের মধ্যে আট বছর বয়সী শিশুও রয়েছে। প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের সঙ্গে একই সেলে রাখা হয়েছে তাদের এবং নিয়মিত মারধর করা হচ্ছে। এ ছাড়া প্রকাশ্য জনসম্মুখে মাত্র কয়েক মিনিটের 'বিচার' শেষে গুলি করে অথবা গলা কেটে মানুষ হত্যা করা সন্ত্রাসীদের নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এসব সেল থেকে মুক্তি পাওয়া বন্দীরা অ্যামনেস্টিকে জানিয়েছে, তাদের বৈদ্যুতিক শক দেওয়ার পাশাপাশি রাবারের বেল্ট বা বৈদ্যুতিক তার দিয়ে পেটানো হতো। সেইসঙ্গে কোমরের সঙ্গে ঘাড় বেঁধে ফেলে রাখা হতো ঘণ্টার পর ঘণ্টা। এটি মারধর করার চেয়েও বেশি কষ্টদায়ক বলে জানিয়েছে সিরিয়ার বিদ্রোহীদের গোপন বন্দীশিবির থেকে মুক্তি পাওয়া ব্যক্তিরা। এদিকে আন্তর্জাতিক এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিরিয়ার আল-কায়েদা নেতা জানান, সিরিয়া যুদ্ধ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আর এ যুদ্ধে আসাদবিরোধীরাই জয়ী হবে বলে জানান আল-কায়েদা নেতা আবু মোহাম্মদ আল জোউলানি। ফঙ্ নিউজ, আল-জাজিরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.