আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের ইতিহাস কিংবা রসুইঘর



আমরা অহরহ কিছু শব্দ ব্যবহার করি যেমন কাকতালীয় বা পটলতোলা বা গড্ডালিকা প্রবাহ , একসময়প্রবল উৎসাহ নিয়া এসবের পিছনে লেগে থাকতাম। কিছু শব্দের উৎস জানার পর ভারী অবাক লাগতো , যেমন কাকতালীয় , এটার মানে সবার জানা , ভাবতাম কাক ও তালের এমালগাম কিভাবে দৈবাৎ শব্দটারে মীন করে । কিন্তু প্যাচ অন্য জায়গায় কাক ঠিকাছে "তাল" টা কোন গাছের না , তাল টা হইল ছন্দের । অনেক গুলা কাক একসাথে কা কা করতে থাকলে সব গুলা কা একই সময়ে যদি বাইর হয় তাইলে পরের কা গুলাও ছন্দবদ্ধভাবে তালে তালে বাইর হবে। এই কাজটা খুব সহজে হয় না তো কাকের তাল মিলাইয়া ডাক দেয়ার মতই অসম্ভব কোন কাজ হঠাৎ কইরা হইয়া গেলে আমরা বলি কাকতালীয় ব্যাপার ।

আবার ধরেন গড্ডালিকা প্রবাহ মানেত জানাই কোন ভাবনা চিন্তা না করে অন্যরা যা করে তা করা । ভেড়া,রে গড্ডল বলে , ভেড়ার পাল প্রবাহিত হওয়া মানে চলাফেরা করা । তো এই চলাফেরার সাথে অন্যে যা করে তা না ভেবে চিন্তে করার মানেটা কি ? এইটা বুঝতে হইলে অবশ্য আপনাকে ভেড়ার ডাইনামিকস বুঝতে হবে । ভেড়ার পালের অগ্রবর্তী সদস্যের পাছায় মাথা ঠেকাইয়া নিচের দিকে তাকাইয়া পেছনের সদস্য হাঁটে । অর্থাৎ অগ্রবর্তী ভেড়া গুলার মাথায় কুবুদ্ধি থাকলে পেছনের গুলারে জাহান্নাম পর্যন্ত নিয়া যাইতে পারবে ।

এইটাই ভেড়ার ডাইনামিকস , তো মানুষ যদি এই ডাইনামিকস ফলো করে তবেই বলা হয় গড্ডালিকা প্রবাহে গা ভাসাইতেছে । গত কাল থেকে মাথায় "বস্তাপচা "শব্দটা ঘুর ঘুর করতেছে । ডিকশনারি ঘাটলাম এর ইংলিশ হইল hackneyed । ডিকশনারি বিস্তারিত ভাবে বলতেছে বস্তাপচা মানে (of phrases, fashions, etc.) used so often as to be trite, dull, and stereotyped. hack•neyed (ˈhæk nid) adj. made commonplace or trite; stale; banal. [1740–50] গতানুগতিক , সাধারন, একইরকম ,বার বার হইতেছে এরকম । যদিও বস্তার সাথে কোন জায়গাটায় পচা র টুইস্ট বুঝতে পারলাম না ।

কারো জানা থাকলে জানাবেন । যদি আমারে জিঙ্গান এই পচা বস্তা মাথায় লইয়া ক্যান ঘোরাঘোরি করতেছি এর উত্তরে বলব - দাঁড়ান দাঁড়ান কার যেন গত রাত ১২ টায় পটল তোলার কথা ছিল ? এইটা শেষ কইরা বলি ? থ্যাংক ইয়ু । মারা যাবার সাথে পটল তোলারে যে ই মিলাইয়া থাকুক ব্যাটা অনেক বড় কৃষিবিজ্ঞানী । আপনে খামাখা মাথা ঘামাইয়েন না , জটিল আছে , পটল যারা চাষ করে তারাও জানে কিনা সন্দেহ । পটল গাছ থেইকা একটাও যদি টাইনা উঠান তো গাছের দফা রফা ।

এজন্যে ছোট-বড় কাঁচা-পাকা যাই থাকুক একবারে খেত সাফ কইরা ফেলতে হয় , একটা পটল তুললে গাছ মরে যায় বলেই মানুষের মরে যাওয়াকে "পটলতোলা" বলে । আগের কথায় আসি , কালরাতে যে লোকটা পটল তুলতে তুলতে শেষমেশ তুলে নাই , এইটা দেইখা সবাই নাটক নাটক করতেছিল । আমার কাছে অবশ্য এইটারে নাটক মনে হয় নাই ''''''''''''''''''''''' মনে হইছে " বস্তাপচা " নাটক । এই পচা বস্তা মাথায় লইয়া ক্যান ঘোরাঘোরি করতেছিলাম এবার বুঝলাইনতো ? (১১- ১৬- ২০১৩ ইং তারিখে লেখা )

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।