আমাদের কথা খুঁজে নিন

   

অমুসলিমদের উতসবে শুভেচ্ছা না জানানোর মানেই কি তাদের ঘৃণা করি?!

'যে ব্যক্তি সহজ-সরল ও কোমল হবে, সে ব্যক্তির জন্য আল্লাহ দোযখ হারাম করে দেবেন' [সহীহুল জা'মে/৬৪৮৪]

আমরা মুসলিম বলে হিন্দুদের পুজোতে শুভেচ্ছা জানাই না, খৃষ্টানদের মেরি ক্রিসমাস বলিনা, জাতিয় সঙ্গীত বা পতাকার সামনে মাথা নিচু করিনা, বন্দে মাতরম বলিনা তাই বলে কি আমরা হিন্দু, খৃষ্টান বা দেশকে ঘৃণা করি? ধর্মীয়ভাবে আমরা মৌলবাদী অর্থাৎ ধর্মের মৌলিক বিষয় গুলো মেনে চলি বা মেনে চলার চেষ্টা করি। ইসলামে যেহেতু মূর্তি পুজা নিষিদ্ধ, যীষু আল্লাহ বা আল্লাহর পুত্র নয় তাই আমরা তাদের এই কাজের জন্য শুভেচ্ছা জানাতে পারিনা। যেহেতু এটা আমাদের বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। তবে তাদের শুভেচ্ছা না জানালেও আমরা তাদের কোন রকম বাঁধা দেয়না বা গালমন্দ করিনা। আল্লাহ বলেন, ‘‘আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদের তোমরা গালি দিও না…..’’[কুরান;৬/১০৮] তিনি আরো বলেন “ধর্মে বল প্রয়োগের কোনো স্থান নেই...” [সুরা বাক্কারাহ/২৫৬]।

ভালোবাসা মনের ব্যাপার। মুখে যতই ভালোবাসি ভালোবাসি বলি আমার ব্যবহারই প্রমান করে দিবে আমি ভালোবাসি কিনা। মোদি, আদবানীর মতো নেতারাও কিন্তু ঈদ বা রমজানের শুভেচ্ছা দেয় তারমানে এই নয় যে তারা মুসলিমদের আপনজন। আমার সাথে মিশলেই আমার হিন্দু বা খৃষ্টান বন্ধুরা জেনে যাবে আমি কেমন? চাই আমি তাদের উতসবে শুভেচ্ছা জানাই বা না জানাই, পুজোর প্রসাদ খায় বা না খায়! ইসলামে আল্লাহ ছাড়া কারও সামনে মাথা নিচু করে সন্মান প্রদর্শন জায়েয নেই, দেশের বা ভাষার ইবাদত, সিজদা বা এই ধরনের কোন কিছুই জায়েয নয়। তাই আমরা তা করিনা।

কিন্তু এর মানে কখনোই এই নয় যে আমরা দেশকে ভালোবাসিনা। সত্যের জন্য, হক পথে প্রয়োজনে দেশ রক্ষা করতে জান দিতেও আমরা রাজি। কিন্তু দেশের উপাসনা করতে রাজি নয়। এমনকি আমাদের মা, যাকে আমরা সবথেকে বেশি ভালোবাসি সেই মায়েরও ইবাদত বা বন্দনা আমরা করিনা। তাকেও আমরা সিজদা করিনা।

শেষ করছি আল্লাহর বাণী দিয়ে, “ওগো মানবজাতি! আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও নারী হতে এবং পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও উপজাতিতে যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। নিশ্চয় তোমাদের মধ্যে সেই ব্যাক্তিই আল্লাহর কাছে বেশী মর্যাদা সম্পন্ন যিনি বেশী আল্লাহভীরু। আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞেয়, তিনি সবকিছুই জানেন [সুরা হুজুরাত/১৩]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.