আমাদের কথা খুঁজে নিন

   

কংগ্রেস দুর্নীতিগ্রস্ত দল : কেজরিওয়াল

আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, কংগ্রেস একটি দুর্নীতিগ্রস্ত দল। দিলি্লর এএপির সরকার থেকে সমর্থন তুলে নিলে দলটি খলনায়কে পরিণত হবে। বুধবার টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেছেন কেজরিওয়াল। দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা থেকে কেজরিওয়াল এখন দিলি্লর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। কংগ্রেসের সমর্থন নিয়ে আগামী কাল শনিবার দিলি্লর রামলীলা ময়দানে প্রাদেশিক সরকার গঠন করতে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন এএপির প্রধান কেজরিওয়াল ও তার মন্ত্রিসভার বাকি ছয় সদস্য। দিলি্ল জয়ের পর কেজরিওয়ালের চোখ এখন ২০১৪ সালের লোকসভা নির্বাচন। এই প্রেক্ষাপটে বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। আন্দোলন থেকে রাজনীতির মাঠে নামা প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, 'আন্দোলন চলাকালে আমরা বারবার সরকারকে লোকপাল বিল পাসের দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু সরকার তা আমল দিচ্ছিল না। এরপর আমরা বুঝতে পারলাম, বর্তমান ব্যবস্থায় দাবি জানিয়ে কাজ হবে না। ক্ষমতাশালীদের মধ্যেই যেহেতু সমস্যা, তাই তারা নিজেদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না। এর পরিপ্রেক্ষিতে আমরা রাজনীতিতে নামি। আন্না হাজারে বলতেন, রাজনীতি নোংরা জিনিস। আমরা সেই নোংরা জিনিসটির মধ্যে প্রবেশ করেছি, তা পরিচ্ছন্ন করতে।' বিদ্যমান ব্যবস্থা ঠিক করা প্রসঙ্গে এএপির প্রধান বলেন, আমাদের কাছে কোনো জাদু নেই, যা দিয়ে আমরা সবকিছু ঠিক করে দেব। নেই সব সমস্যা সমাধানের জ্ঞানও। এনডিটিভি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.