আমাদের কথা খুঁজে নিন

   

ইরাকে ড্রোন-মিসাইল পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

ইরাকে তড়িঘড়ি করে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য কয়েক ডজন 'হেলফায়ার' মিসাইল পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইরাক বলছে সম্প্রতি সহিংসতা বেড়ে যাওয়ায় এসব মিশাইল যুক্তরাষ্ট্র সাহায্য হিসেবে দেয়। গত কয়েক সপ্তাহে এসব মিসাইল ইরাকের কাছে হস্তান্তর করা হয়েছে। আগামী বছর দেশটিতে 'স্ক্যান ঈগল' ড্রোন পাঠানো হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। ওয়েবসাইট।

বুধবার বড়দিনের উৎসবে ইরাকের রাজধানী বাগদাদে এক হামলায় ৩৪ জন নিহত হওয়ার একদিন পর এসব কথা জানালেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। চলতি বছরে ইরাকের শিয়া প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সরকার ও তার সমর্থকদের ওপর হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে আল কায়েদার সঙ্গে সম্পর্কিত সুনি্ন জঙ্গিরা। চলতি বছর এসব হামলায় ৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জাতিসংঘের এক হিসাবে জানানো হয়েছে। গত সপ্তাহে ৭৫টি হেলফায়ার মিসাইল ইরাকের কাছে হস্তান্তর করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই এগুলো পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

এছাড়া আগামী বছরের মধ্যে ১০টি চালকবিহীন গোয়েন্দা 'স্ক্যান ঈগল' ড্রোন পাঠানো হবে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।