আমাদের কথা খুঁজে নিন

   

অচেনা আকাংখা

যে পথে আমার মৃত্যু আমি সেই পথে একবার- বার বার, বহুবার ফিরে যাই!

আসমান পাড়ের ঈশ্বরও আজ গর্জে ওঠে!
শত অত্যাচারে বিভীষিকার হলকা ছড়াচ্ছে।
ক্ষুধার্তরা আজ কুকুরের মত খাবারে খোঁজে,
আর ঐ রাক্ষসশ্রেণী থাকে অট্টহাসিতে মেতে!

অন্নহীনেরা ভিক্ষার হাত পেতে-
অশ্রু ফেলে দু' নয়ন ভাসিয়ে!
তবু এসব দেখে না হৃদয়হীনেরা,
মাড়িয়ে যায় সকল দুঃখ বেদনা!

অসহায় সে জনতার যন্ত্রণা
শূলরূপ ঠিক বুকের গহিনে বেঁধে!
নিরুপায় তারা! তোলে হাত স্রষ্টার পানে-
সষ্ট্রা হয়তো সবই দেখছে নিরবে!

এ ধরণীর সকল সুখের জিম্মি যেন
তাদের বিষাক্ত এক লোমশ থাবায়!
তাদের বীভৎস চিতকার-শীৎকারে
দুঃখী পৃথিবীও কেঁপে ওঠে বারবার!

আশার বাণী আমরা শুনি ময়াপুরুষের কাছে-
বুকে বাঁধি অচেনা এক স্বপ্ন!
যেন থাকি এক আলো-আধারের মাঝে!
তবুও ভালো-
এক অপার প্রেরণা আছে আমাদের মাঝে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।