আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে ট্রেনে অগ্নিকাণ্ডে ২৬ জনের প্রাণহানি

ভারতের অন্ধপ্রদেশ রাজ্যে একটি ট্রেনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৬ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় টেলিভিশন নেটওয়ার্ক এ খবর জানায়। এনডিটিভি জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় নগরী বেঙ্গালুরু থেকে ছেড়ে আসা নান্দেদগামী একপ্রেস ট্রেনটির শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আগুন ধরে যায়। এ দুর্ঘটনার সময় বগিটিতে ৫৪ জন যাত্রী ছিল। আগুন ছড়িয়ে পড়ায় অনেক যাত্রী ট্রেনের শিকল টেনে ধরে এবং লাফিয়ে পড়ে।

এ সময় অপর ১২ যাত্রী আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় পুলিশপ্রধান এএফপিকে প্রাণহানির খবর নিশ্চিত করেছেন। দমকলকর্মীরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তারা সেখানে উদ্ধারকাজ চালান।

গতকাল সকাল ৮টা পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনে পুড়ে যাওয়া লাশগুলো শনাক্ত করা যায়নি। বগিটিতে কীভাবে আগুন ধরেছে তা এখনো স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রিত বগির শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মনমোহন সিং অন্ধপ্রদেশে ট্রেনে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এনডিটিভি।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.