আমাদের কথা খুঁজে নিন

   

সত্যি তোকেই মনে পরছে



জীবনে কত কিছুই না ঘটে যায়। কয়টা খবর বাবা-মা জানে। মাঝে মধ্যে অবাক লাগে তাদের কথা শুনে যেন আমাদের মনের সব খবর তারা জেনে বসে আছে। এই যেমন আমি ঘুম থেকে উঠে কার কথা ভাবি এটা কি তারা জানে?বোকা কোথাকার!আসল বোকা কিন্তু আমিই। কারন যাকে নিয়ে এতটা ভাবা ভাবি সে নিজেও তা জানে না।

অর্থহীন ভাবনা।
ঘুম থেকে উঠেই তোর কথা ভেবে একটু নিরব কাঁদা কেঁদে নেই। কিন্তু তুই বলতে পারবি না,অলস সময়ে যখন বসে থাকি তোর কথা ভাবি কিন্তু তুই বলতে পারবি না,ফাকা রাস্তায় যখন একলা হাটি তখনও তোরি কথা ভাবি কিন্তু তুই তো বলতে পারবি না।
কিভাবে পারবি?আমি কি তোকে কোনদিন বলেছি এসব কথা। বলেই বা লাভ কি হতো?হাসতি আর বলতি তুই কেন পাগলামি করছিস?এই পাগলামির কোন মানে হয়?তোকে নিয়ে আমার এসব পাগলামি করতে হতো না যদি না আমি হিন্দু আর তুই মুসলিম না হতি।

জানি না আর কতদিন বাবা মার চোখের আরালে তোকে ভেবে যাব কিন্তু সত্যি বলছি এখনও আমি তোকেই ভাবছি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.