আমাদের কথা খুঁজে নিন

   

ফাইনাল এক্সাম

YOU'RE LOOKING AT ME BUT I'M LOOKING THROUGH YOU





ফাইনাল এক্সামের আগে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড হিসাব নিকাশ শুরু করলাম, কোন সাবজেক্টে কত এম্ফেসাইজ করতে হবে। ক্যালকুলেট করে দেখলাম ম্যাথে দুজনেরই 'এ' আছে। আর সায়েন্সে আমার 'বি+', ওর 'বি'। বের করলাম কোন এক্সামে কত পয়েন্ট মিস করলেও 'এ' পাওয়া যাবে। সায়েন্সে দেখলাম পারফেক্ট স্কোর পেলেও বি+ আর বি ই থাকে।

তাই ডিসিশান নিলাম, সারাদিন রাত ম্যাথ পড়ে ম্যাথের এ ঠিক রাখব। সায়েন্সে খারাপ করলেও ফাইনাল রেজাল্ট বেশি চেঞ্জ হবে না।

সো, আমরা সারাদিন রাত ম্যাথ করতে থাকলাম। প্রিভিয়াস সব ইয়ারের ম্যাথ এক্সামস সল্ভ করলাম অনেক বার করে। একজন আরেকজনকে ইচ অ্যান্ড এভ্রি প্রবলেম কিভাবে সল্ভ করতে হবে, কি ভুল করতে পারি সব কিছু রিমাইন্ড করতে থাকলাম বাড়েবাড়ে।

ইউনিট সার্কল মুখস্ত। জিউমেট্রিক ফিগারগুলোর থ্রি ডি আঁকাও শিখে ফেললাম। আগে এই সম্পর্কিত প্রশ্নগুলো অ্যাভয়েড করতাম কিন্তু এবার করা যাবে না, 'এ' মিস হয়ে যাবে। দুজন মিলে একটা এম্পটি ক্লাসরুমে গিয়ে ব্ল্যাকবোর্ডে সব প্র্যাকটিস করলাম। আরেক ম্যাথ জিনিয়াস ফ্রেন্ডের কাছে গিয়ে সারাদিন ম্যাথ প্রবলেম সল্ভ করলাম।

খুব ভাল ফিল হল, 'উই নো এভ্রিথিং' (আমাদের কমন ডায়ালগ)

পরীক্ষা সন্ধ্যা ৭ টায়। ডিনার করে পরীক্ষার জায়গায় যাচ্ছি। আমার একটু একটু ভয় করছে। আমার ফ্রেন্ড বলল, ডোন্ট ওয়ারি, উই নো এভ্রিথিং। পরীক্ষার হলে গিয়ে সিট খুঁজে বের করলাম।

৩০০ স্টুডেন্ট এক সাথে এক্সাম। আমাদের প্রফেসরও আছে। একটু কনফিডেন্ট ফিল করলাম

প্রশ্ন হাতে পেয়ে দেখি, নাথিং ম্যাচেস উইথ হোয়াট উই হ্যাভ প্র্যাকটিসড প্রথমেই শকড। যাই হোক, ম্যাথ করা শুরু করলাম। কিন্তু একেকটা কোয়েশ্চেনের জন্য এত কম স্পেস স্পেসের অভাবে তো ম্যাথ ভুলেই যাচ্ছি ৩০০ স্টুডেন্টই পুরো ২ ঘন্টা হলে ছিল (কত কঠিন এক্সাম )।

আমাদের ক্লাসের সবাই মন খারাপ করে প্রফেসরকে ঘিরে বললাম, আমাদেরকে হেল্প করতে হবে গ্রেড দেয়ার সময়। সে বলল, আই উইল সি।

এক্সাম দিয়ে এসে দুইজন কান্নাকান্না অবস্থা। দুইজন কান্নার কয়েকটা ছবিও তুললাম >" style="border:0;" /> পরের দিন সায়েন্স এক্সাম। লাইব্রেরিতে বসে কান্নাকাটি করছি।

দেখি অনলাইনে ম্যাথ হোমওয়ার্ক। ডেডলাইন রাত ১২ টা। আমি তো বললাম, হোমওয়ার্ক করব না, কালকে সায়েন্স পরীক্ষা, পড়তে হবে। ও একটু করার ট্রাই করল। অনেক ডিফিকাল্ট।

আমি প্রফেসরকে ইমেইল করলাম কাঁদো কাঁদো কন্ঠে। বললাম, এখন যদি আমরা ম্যাথ করি তাহলে আমরা ম্যাথ আর সায়েন্স মিক্স করে ফেলব। প্লিজ, গিভ আস অ্যান এক্সটেনশান। আমার ফ্রেন্ড তো হাসতে হাসতে শেষ। বলে, 'ডাজ হি কেয়ার অ্যাবাউট আউয়ার সায়েন্স?" আমি বললাম, 'হি কেয়ারস অ্যাবাউট আস।

'

সারা রাত পড়লাম। পরের দিন আবার সন্ধ্যা ৭ টায় এক্সাম। এক্সাম দিয়ে আসলাম, খুব ভাল হল। কিন্তু ইমেইল চেক করে দেখি ম্যাথ প্রফেসর রিপ্লাই করেছে, সর‍্যি, আই ক্যান্ট ডু ইট এনিমোর। সেমেস্টার শেষ।

তার আর অথরিটি নাই।

আমরা তো আবার কাঁদতে থাকলাম। এমনিতেই এক্সামে খারাপ করেছি, আবার হোমওয়ার্ক মিস। এবার তো 'সি' পাব

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।