আমাদের কথা খুঁজে নিন

   

আই,সি,এল ফাইনাল

এই পথ যদি না শেষ হয় . . .
আই,সি,এল, এক প্রতিবাদি কন্ঠের নাম। ভারত ক্রিকেট বোর্ড তাদেরকে নিষিদ্ধ ঘোষনা করেছে। কেন করেছে এ নিয়ে আমার যথেষ্ট কৌতুহল আছে। যাহোক, আজ হাইদ্রাবাদ আর লাহোর বাদশার মধ্যেকার তৃতীয় এবং গুরুত্বপূর্ন ফাইনাল হতে যাচ্ছে। প্রথম ফাইনাল লাহোর হারতে হারতে জিতেছিল।

কালও তারই প্রতিফলন হতে যাচ্ছিল। কিন্তু শেষ করতে পারল না লাহোরের যোদ্ধারা। হায়দ্রাবাদও আশা জিইয়ে রাখল। আজই সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তৃতীয় এবং ভাগ্যনির্ধারনী ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার।

যারা আই,সি,এল এর বিরুদ্ধে থাকতে পছন্দ করেন তাদেরকে অনুরধ করছি, অনুগ্রহ করে খেলার মধ্যে কোন বিরোধ আনবেন না। খেলা মনের আনন্দ যোগান দেয়। ভারত ক্রিকেট বোর্ড আই,সি,এল,কে নিষিদ্ধ করল বলে যে আমরা সবাই একে নিষিদ্ধ করব, এমনটি করা বোধহয় ঠিক হবে না। ইংল্যান্ড এ যখন কোন লীগ হয় তখন সেখান থেকে যারা ডাক পায় এবং খেলতে যায় তারা যদি বিদ্রহী না হয় তাহলে কাপালিরা কেন বিদ্রোহী হবেন?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.