আমাদের কথা খুঁজে নিন

   

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

পাবনায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। গোপালগঞ্জে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে মারা গেছেন এক শ্রমিক। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় রংপুরে সেনাসদস্য ও মুন্সীগঞ্জ, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিহত হয়েছেন একজন করে। প্রতিনিধিদের পাঠানো খবর_

পাবনা : সাঁথিয়া উপজেলার বোয়ালমারী উত্তর শোলাবাড়িয়া গ্রামে গতকাল ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন সদর উপজেলা মনোহরপুরের আবদুস সালাম, শালাইপুরের শাহ আলম ও নবিরউদ্দিন। তারা ঢাকা থেকে পাবনা আসছিলেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালক ও হেলপার। তাদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রংপুর : পীরগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় টহলগাড়ি থেকে ছিটকে পড়ে নিহত হয়েছেন সেনাসদস্য তোফায়েল আহমেদ। উপজেলার জগন্নাথপুরে রংপুর-ঢাকা মহাসড়কে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। তোফায়েল ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিজাম উদ্দিনের ছেলে। গোপালগঞ্জ : সদর উপজেলার নিমতলী নামক স্থানে রবিবার রাতে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ঘে শ্রমিক আমিত খান নিহত হয়েছেন। উপজেলার গোপীনাথপুরে ট্রাক থেকে বালু নামিয়ে ইজিবাইকে করে গোপালগঞ্জ ফিরছিলেন আমিত। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের নিমতলীতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। মুন্সীগঞ্জ : শ্রীনগরে নসিমন চাপায় রাজু নামের এক দিনমজুর নিহত হয়েছেন। ঢাকা-মাওয়া মহাসড়কের কেওয়াটখালিতে গতকাল এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের পিপুলবাড়িয়া বাজারে ট্রাকচাপায় ভোলা নামে এক শিশু নিহত হয়েছে। ভোলা সদর উপজেলার দত্তবাড়ি গ্রামের আবদুস সামাদের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। সুনামগঞ্জ : তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী লাকমা গ্রামে গতকাল লরিচাপায় আকবর আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আকবর লাকমা পশ্চিম পাড়ার কালু মিয়ার ছেলে। সকালে ইব্রাহিম নামে স্থানীয় এক যুবক লরি ড্রাইভিং শিখতে গিয়ে আকবরকে চাপা দেয়। সিদ্ধিরগঞ্জ : সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের কাছে গতকাল সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ মাহবুবুল হক লেচু মিয়া নিহত হয়েছেন। মাহবুবুল বিদ্যুৎকেন্দ্রের সাবেক কর্মচারী ছিলেন। তার বাড়ি কুমিল্লার হোমনার পাঠালিয়াকান্দি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.