আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে নতুন শিল্পের সম্ভাবনা : সায়েন্টিফিক জার্নাল



অনেকদিন থেকেই ভাবছিলাম আমাদের দেশ থেকে টাকা দিয়ে যেসব আটিকেল বাইরের দেশগুলিতে প্রকাশ করা হয় তেমনি আমাদের দেশেও হয়না কেন ? ভাবনাটা ২০১০ সালের । মাস্টার্স শেষ করে তাই সিদ্ধান্ত নিলাম একটা কিছু করব এব্যাপারে । দীর্ঘ এক বছর ধরে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য জোগাড় করলাম, সব মিলিয়ে মোটামুটি যেটা দাঁড়ালো বাংলাদেশের জার্নালগুলো ১) প্রফেশনালদের দিয়ে পরিচালিত নয় (বেশিরভাগই স্বেচ্ছাসেবকদের উপর নির্ভরশীল) ২)মার্কেটিং এ খুবই দুর্বল ৩)ওয়েব নিয়মিত আপডেট হয়না ৪) ইনভেস্ট করা হয়না ।
আরো একবছর লাগল একটা ছোট প্লান দাঁড়া করাতে । অবশেষে ২০১৩ সালের শেষদিকে আমরা ১১ জন মিলে একটা পাবলিশার্স দিতে সক্ষম হলাম, বাংলাদেশের প্রথম সম্পূর্ন অনলাইন পাবলিশার্স গ্রীন নেট পাবলিশার্স

ইতিমধ্যেই আমরা ৩০টির অধিক বই প্রকাশ করে ফেলেছি আরো ২০টির মতো বই জমা পড়েছে, আমরা আশাবাদী এটি যেমন নতুন লেখকদের জন্য হবে এক অনন্য প্লাটফর্ম তেমনি বাংলাদেশের সকল লেখকগোষ্ঠীকে করবে উদ্বুদ্ধ। আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে ইন্টারনেটে ভাল বইগুলি বিক্রির ব্যাবস্থা করা যায়, যাতে শুধু সাহিত্যিক নয় বরং সব ধরণের বই এর লেখকগন এর সুবিধা নিতে পারেন ।

২০১৪ সালের ১ তারিখে আমরা আমাদের প্রথম সায়েন্টিফিক জার্নাল Biojournal of Science and Technology উন্মোচন করলাম । এখান থেকে প্রথমেই লাভ হবে সেই সকল মানুষদের যারা গবেষনা নিয়ে কাজ করতে চান । কিন্তু সারা বিশ্বে জার্নালের যেই মার্কেট সাইজ তাতে শুধু গবেষক নন সাফল্য লাভ করলে অন্তত ১ লাখ মানুষের জন্য তৈরি হবে কর্মক্ষেত্র ।

আমারে দেশের মূল শক্তি জনশক্তি, একে কাজে লাগাতে পারলে আমাদের আর পেছনে ফিরে তাকাতে হবেনা । এখন শুধু অপেক্ষার পালা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.