আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকটি ভোটকেন্দ্র পরিবর্তিত হতে পারে: সিইসি

তবে পরিবর্তিত কেন্দ্রগুলো আগুনে পুড়ে যাওয়ার কেন্দ্রগুলোর কাছাকাছি থাকবে বলে জানান তিনি।
শনিবার শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনের কার্যালয়ে মিডিয়া সেন্টার উদ্বোধনকালে সাংবাদিকদের এতথ্য জানান সিইসি।

তিনি বলেন, “সবকিছু ঠিক করে ভোট শুরু হবে আগামীকাল (রোববার)। শেষ মুহূর্তে দুয়েকটা পরিবর্তন করতে হতে পারে, সে প্রক্রিয়া চলছে। তবে তা আগের কেন্দ্রের খুব কাছাকাছি রাখা হবে।


বেশির ভাগ ভোটকেন্দ্র আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলো পরিবর্তনের দরকার পড়বে না বলে জানান তিনি।
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত বিদ্যালয় ভবন পুড়িয়ে দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “আপনারা যেমন উদ্বিগ্ন, তেমনি আমরাও উগ্বিগ্ন। বেসিক ল’ এনফোর্সমেন্ট ইম্প্রোভ করতে বলেছি প্রথম থেকেই।
“এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে। এবিষয়ে তৎপর থাকতে নির্দেশ দিয়েছি।


সব ধরনের প্রস্তুতি শেষ হওয়ার কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “ভোটের আগে ব্যক্তিগত অনুভূতি দেব না। সবাই ভোট প্রত্যক্ষ করবে, দেশবাসী তা দেখবে। খুব স্বচ্ছ নির্বাচন হবে এবার। ”
রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৪৭ আসনের সংসদ সদস্য নির্বাচনে একটানা ভোট চলবে। এবার ১৮ হাজার ২০৮টি কেন্দ্রে ভোট দেবে ৪ কোটি ৩৯ লাখের বেশি ভোটার।


৩০০ আসনের মধ্যে ১৫৩ আসনে একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অসত্য তথ্য পরিবেশন সমস্যা ডেকে আনে
নির্বাচনকে সামনে রেখে তথ্যনির্ভর ও সঠিক সংবাদ পরিবেশনে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান সিইসি।

নির্বাচন কমিশনের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের জন্য ইসির অস্থায়ী মিডিয়া সেন্টার উদ্বোধনকালে তিনি বলেন, “নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ প্রচারে গণমাধ্যমের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো গুজব বা অসত্য তথ্য অনেক সময় দেশবাসীর জন্য সমস্যা সৃষ্টি করে। ”

তথ্যসমৃদ্ধ সংবাদ পরিবেশনে ইসির সহায়তায় কোনো কার্পণ্য থাকবে না বলেও জানান তিনি।



“আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি। কারচুপি বা লুকানোর কিছু নেই। তৃতীয় নেত্র গণমাধ্যমকে জানিয়ে সব করছি আমরা। ”

আগারগাঁওয়ে নির্মিতব্য ভবনে সাংবাদিকদের জন্য স্থায়ী কক্ষ বরাদ্দ দেয়ারও আশ্বাস দেন তিনি।
এর আগে কমিশনের সচিব মোহাম্মদ সাদিক ভোটার তালিকা, সীমানা পুনঃনির্ধারণ, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন, আচরণবিধি প্রণয়ন ও দশম সংসদ নির্বাচন আয়োজনে বর্তমান কমিশনের সার্বিক অবস্থান তুলে ধরেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.