আমাদের কথা খুঁজে নিন

   

ভোটকেন্দ্র পাহারা দিন: বিএনপি

৪৩ জেলার ৯১ উপজেলায় ভোটের আগের রাতে শনিবার এক সংবাদ সম্মেলনে দলের যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এই আহ্বান জানান।

চতুর্থ দফায় ৫ হাজার ৮৮৪টি কেন্দ্রে রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। আগের তিন পর্বে বিজয়ীদের হিসেবে এগিয়ে থাকা বিএনপি বিভিন্ন অনিয়মের অভিযোগ জানিয়ে আসছে।

নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সম্মেলনে রিজভী বলেন, “দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলতে চাই, রোববার প্রতিটি ভোট কেন্দ্র অত্ন্দ্র প্রহরীর মতো পাহারা দিতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসীদের প্রতিরোধ করতে হবে।

“র‌্যাব-পুলিশ ভোটকেন্দ্র দখলে সহায়তা করলে পথে পথে ব্যারিকেড দিয়ে কঠোরভাবে বাধা দিতে হবে। নির্বাচনে কেন্দ্র দখলকারীদের উপযুক্ত জবাব দিতে হবে। ”

তৃতীয় পর্বের ভোটে ব্যালট বক্স ছিনতাইসহ সংঘাতের প্রেক্ষাপটে নির্বাচন কমিশন ইতোমধ্যে বলেছে, সহিংসতাকারী কাউকে ছাড় দেয়া হবে না। ব্যালট বক্স ছিনতাইয়ের চেষ্টা হলে গুলি চালানো হবে।

ইসিকে সরকারের ‘আজ্ঞাবহ’ বলে আসা বিএনপি উপজেলা নির্বাচন নিয়েও সাংবিধানিক এই সংস্থার সমালোচনামুখর।

রিজভী বলেন, “নির্বাচন কমিশনকে বলব, আপনারা শুধু নিজেদের চাকরি বাঁচাতে আত্মাকে বিক্রি করবেন না। অনেক বদনাম কুড়িয়েছেন, জনগণের ধিকৃত হয়েছেন। কমপক্ষে এবারের নির্বাচনে দায়িত্বশীল ভূমিকা রেখে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করুন। ”

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, যশোর সদর, মুন্সীগঞ্জের লৌহজং, চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, বগুড়ার গাবতলী, চাঁদপুরের শাহরাস্তি, পিরোজপুরের মঠবাড়ীয়াসহ বরিশালের বিভিন্ন উপজেলায় ক্ষমতাসীন দলের সমর্থিত প্রার্থীরা পক্ষে সরকার ও স্থানীয় প্রশাসন কাজ করছে।

যেসব উপজেলায় নির্বাচন হবে সেখানে র‌্যাব-পুলিশ বিএনপি সমর্থিত নেতা-কর্মীদের বাড়ি বাড়ি হানা দিচ্ছে।

রিজভী সরকারকে হুঁশিয়ার করে বলেন, “ক্ষমতাসীনদের আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, আগামীকাল (রোববার) জনগণের রায় নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলা হলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না।

“চূড়ান্ত কর্মসূচি ঘোষণায় বিলম্ব হবে না। আমরা অনেক সহ্য করেছি, এবার আমাদের প্রতিঘাত করার সময় এসেছে। ”

সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে দলীয় একক প্রার্থী হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে আবদুস সামাদ দুলাল, কালিহাতিতে শফিকুল ইসলাম তালুকদার শফি, বগুড়ার গাবতলীতে মোর্শেদ মিল্টন, রাজশাহীর বাগমারায় মোখলেছুর রহমান মন্ডল, তানোরে এমরান আলী মোল্লা, সিলেট সদরে শাহ জামাল নুরুল হুদা ও মৌলভীবাজার সদরে মিজানুর রহমানের নাম ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে রিজভীর সঙ্গে ছিলেন দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, ঢাকা মহানগর যুগ্ম আহবায়ক আবু সাঈদ খান খোকন প্রমুখ।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.