আমাদের কথা খুঁজে নিন

   

ভোটকেন্দ্র ফাকা

একি কান্ড হলো

উদ্বেগ ও আতঙ্কের মধ্য দিয়ে আজ রোববার সকাল আটটা থেকে দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪৭টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে সকাল নয়টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি অনেক কম। পোলিং এজেন্ট না আসায় অনেক ভোটকেন্দ্রে ভোটগ্রহণই শুরু করা যায়নি। এর মধ্যে কিছু কেন্দ্রে হামলার ঘটনায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বিকেল চারটা পর্যন্ত টানা ভোট নেওয়া হবে।


আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঢাকা: ঢাকা-১৫ আসনে (মিরপুর-কাফরুল) কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কিছুসংখ্যক ভোটার ভোট দিতে এসেছেন। কাফরুলের হাজী আশরাফ আলী হাইস্কুলে মোট সাতটি কেন্দ্র। সকাল আটটা ৪০ মিনিটে ৭৩নং কেন্দ্রে গিয়ে একজন ভোটারও দেখা যায়নি। একই স্কুলের ৭৪ নং কেন্দ্রে পৌনে নয়টায় একজন ভোটারও দেখা যায়নি। তবে নয়টার দিকে ৬৯নং কেন্দ্রে কয়েকজন ভোটার এসেছেন বলে জানিয়েছেন দায়িত্বরত প্রিসাইডিং অফিসার।

সকাল সোয়া আটটায় মধ্য পিরেরবাগের ফুলকি নার্সারি স্কুলে গিয়ে দেখা যায়, পুরো চত্বর ফাঁকা। সেখানে মাত্র একটি ভোট পড়েছে।
ঢাকা-৭ আসনে আজিমপুর গালর্স স্কুল কেন্দ্রে সকাল আটটা ৪০ মিনিটে কয়েকজন ভোটার দেখা গেছে।
মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গীবাড়ী) আসনে টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ে সকাল আটটার ২০ মিনিটে ভোটার ছিলেন মাত্র দুজন। প্রার্থীদের পক্ষে পোলিং এজেন্ট না আসায় ভোটের কার্যক্রম শুরু করতে পারেননি বলে জানান প্রিসাইডিং অফিসার রফিকুল ইসলাম ও হাবিবুর রহমান।


কুষ্টিয়া: কুষ্টিয়া সদর এলাকার ৬ নম্বর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সকাল সাড়ে আটটা পর্যন্ত একটি ভোটও পড়েনি। এখানে ভোটার সংখ্যা দুই হাজার ৫০০। ওই সময়ে কেন্দ্রে ভোটারদের কোনো লাইনও ছিল না।
কুষ্টিয়া মিশন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল পৌনে নয়টার দিকে গিয়ে দেখা গেছে, অল্প কয়েকজন মহিলা ভোটার ভোট দিতে গেছেন। তবে তখনও ভোট গ্রহণ শুরু হয়নি।

এ ব্যাপারে সহকারী পোলিং অফিসার মিজানুর রহমান জানান, আওয়ামী লীগের প্রার্থীর সাতজন পোলিং এজেন্ট গেছেন। তবে বিএনএফের মাত্র দুই পোলিং এজেন্ট ভোটকেন্দ্রে গেছেন। তাই ভোট গ্রহণ শুরু হয়নি। এই কেন্দ্রে ভোটার তিন হাজার ১০০।
শেরপুর: শেরপুর-২ আসনে বানেশ্বর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল আটটা ২০ মিনিটে ভোট দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মতিয়া চৌধুরী।


নালিতাবাড়ী উপজেলার ভুজাপুরা হাতিনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আজ সকালে লাল টেপ মোড়ানো চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এগুলো ককটেল কি না, পরীক্ষা করার পর বোঝা যাবে। ভোটারদের ভয় দেখানোর জন্য দুর্বৃত্তরা এগুলো ফেলে রেখে যেতে পারে বলে তিনি জানান।
লক্ষ্মীপুর: গতকাল রোববার রাতে ভোটকেন্দ্রে আগুন ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় লক্ষ্মীপুর-১ আসনে তিনটি এবং লক্ষ্মীপুর-৪ আসনে একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।
রাজশাহী: রাজশাহী-৩ আসনে (পবা-মোহনপুর) হরিয়ান চিনিকল উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে আটটায় গিয়ে দেখা গেছে, কোনো ভোটার নেই।

প্রিজাইডিং অফিসার মো. শাহরুখ জামান খন্দকার জানান, সেখানে সকাল সাড়ে আটটা পর্যন্ত নয়টি ভোট পড়েছে।
যশোর: যশোর-৫ আসনে (মনিরামপুর) নাশকতার আশঙ্কায় ছয়টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। সহকারী রিটার্নি কর্মকর্তা শরিফ নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
যশোর-২ আসনে ঝিকরগাছা উপজেলার লাউজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল আটটা ৫০ মিনিট পর্যন্ত তিনজন ভোট দিয়েছেন। প্রিজাইডিং অফিসার হারুনুর রশিদ এ তথ্য জানিযেছেন।


বগুড়া: বগুড়া-৭ আসনে গাবতলী উপজেলায় দুটি ভোটকেন্দ্রের ব্যালট বাক্স ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া একটি ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়েছে। তিনটি কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছানো সম্ভব হয়নি।
লালমনিরহাট: জেলার পাটগ্রাম উপজেলার চারটি ভোট কেন্দ্রে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। ২নং ভাঙ্গারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ললিতারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট বাক্স পুড়িয়ে দেওয়া হয়।

এই দুই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ আছে।
ভাঙ্গারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের হামলায় প্রিসাইডিং কর্মকর্তা ও আনসার সদস্যসহ তিনজন আহত হয়েছে।
আউলিয়ারহাট দাখিল মাদ্রাসা কেন্দ্রে হামলা হলে পুলিশ দুইটি গুলি চালায়। এক নং সরকারি কুষ্টিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যালট বাক্স পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
পাটগ্রাম টিএন উচ্চ বিদ্যালয়ে সকাল নয়টার দিকে গিয়ে দেখা গেছে, ভোটারের উপস্থিতি নেই।

প্রিসাইডিং অফিসার আরিফ আহমেদ জানান, এ কেন্দ্রে ২০টি ভোট পড়েছে। এখানে ভোটার দুই হাজার ৩৩ জন।

একতরফা এই নির্বাচনে ১৫৩ জন প্রার্থী ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। এতে ১৫৩ আসনের চার কোটি ৮০ লাখ ২৭ হাজার ৩৯ জন ভোটার আজ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত হচ্ছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাংসদদের মধ্যে সাবেক ও বর্তমান মন্ত্রী ১৯ জন, প্রতিমন্ত্রী চারজন।

এ ছাড়াও আছেন সংসদ উপনেতা ও চিফ হুইপ।
বাকি ১৪৭টি আসনে আজ চার কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৯৩৮ জন ভোটারের ভোট দেওয়ার সুযোগ আছে। ১২টি দলের ৩৯০ জন প্রার্থী এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৫৫টি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে দলের বিদ্রোহী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬০ জেলায় অনুষ্ঠেয় এই নির্বাচন ঘিরে চিরাচরিত উত্সাহ-উত্সবের আমেজ নেই।

আছে ভোটারদের মধ্যে আতঙ্ক, নিরাপত্তার শঙ্কা। আছে জামায়াত-বিএনপির নাশকতা, আরও নাশকতার শঙ্কা।
গত শুক্রবার রাত থেকে শনিবার রাত ১০টা পর্যন্ত সারা দেশে ১১১টি ভোটকেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছে। এর সব কটিই শিক্ষাপ্রতিষ্ঠান। শুধু গতকাল সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ৭০টি কেন্দ্রে হামলা, ব্যালট পেপার ও বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম ছিনতাই হয়েছে।

কিছু জায়গায় কর্মকর্তারা কেন্দ্র ছেড়ে আশপাশে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।

সুত্রঃ প্রথম আলো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.