আমাদের কথা খুঁজে নিন

   

হাছন রাজাকে নিয়ে বিবেশ রায়

নির্মাতা বিবেশ রায় হাছন রাজাকে নিয়ে তথ্যচিত্র নির্মাণের অনুদান পেলেন। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী স্বাক্ষরিত এক চিঠিতে বিবেশ রায় এই অনুমোদন পান। মূলত 'হাছন রাজা একাডেমি স্থাপন' শীর্ষক হাছন রাজার ওপর তথ্য সংগ্রহপূর্বক বিবেশ রায় তথ্যচিত্রটি নির্মাণ করবেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলেই কাজ শুরু করবেন। বিবেশ রায় বলেন, 'হাছন রাজাকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করা একটি কঠিন কাজ।

কিন্তু এই কঠিন কাজটিই খানিকটা সহজ করে দিচ্ছে আমার একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার শিক্ষার্থীরা। তারা বেশ, আগ্রহ নিয়েই নানাভাবে তথ্য সংগ্রহ করছে। তবে হাছন রাজার প্রপৌত্র লে. কর্নেল তাছাওয়ার রাজা যদি আজ সুস্থ থাকতেন তবে আমার অনেক সুবিধা হতো। কারণ তার কাছে অনেক তথ্য ছিল। ' বিবেশ রায় জানান, হাছন রাজার পূর্বপুরুষ থেকে বর্তমান প্রজন্ম পর্যন্ত যথাসম্ভব বিস্তারিত তথ্য এতে তুলে ধরা হবে।

তথ্যচিত্রটি নির্মাণের ক্ষেত্রে সহযোগিতা করছেন সাংবাদিক অভি মঈনুদ্দীন।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.