আমাদের কথা খুঁজে নিন

   

জীবনে অনেক লিখা পড়েছেন এ লিখাটাও একবার পড়ুন- এডমিনরাও পড়ুন

প্রিয় দেশবাসী, আপনাদের সকল কে জানাই "1 Day Campaign" এর পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা কতিপয় ছাত্র এবং যুবক মিলে গঠন করেছিলাম একটি সামাজিক উদ্যোগ কিভাবে বাংলাদেশের হতদরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়ন করা জায়। সমাজের বিভিন্ন পেশাজিবী মানুষ এবং বাংলাদেশের কিছু গ্রামের মানুষের সাথে সাক্ষাত করে খুঁজে বের করবার চেষ্টা করা হলো সঠিক চিত্র। সবাই মিলে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপে তৈরি করা হলো পরিকল্পনা। আমাদের পক্ষে গোটা বাংলাদেশের দারিদ্রতা দূর করা সম্ভব নয় কিন্তু হয়তো আমরা ক্ষুদ্র পরিসরে একটি ইউনিয়ন এর উন্নয়নকল্পে কাজ করতে পারি।

এ ইউনিয়ন ভিত্তিক কাজ করার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো একটি ভিন্ন পন্থার উন্নয়ন সাধনের রুপ রেখা দেশবাসী এবং বিভিন্ন সামাজিক সংগঠন গুলোকে নতুন ধারার উন্নয়ন চিত্র উপহার দেয়া, যে চিত্র দেখে দেশের বিভিন্ন অঞ্চলে এমন আরো সামাজিক উদ্যোগ গড়ে উঠবে এই আমাদের প্রয়াস। 1 Day Campaign যা করবেঃ > দেশব্যপী সামাজিক আন্দোলন এবং প্রচার > বিভিন্ন পেশাজীবি মানুষের সাথে সুসমন্নয় স্থাপন (তাদের মেধাকে ব্যবহার করা) > ক্যাম্পেইন এর অধিক জনবল সংগ্রহ ( যারা প্রতি মাসে ২ টাকা দান করবে তহবিল বৃধির জন্য) > বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সোস্যাল ব্লগকে সম্পৃক্ত করন এ উন্নয়নকল্পে 1 Day Campaign এর তহবিলঃ > ক্যাম্পেইনের সকল সদস্যদের স্বেচ্ছাসেবী তহবিল সংগ্রহে আহবানের ভিত্তিতে তহবিল গঠন করা হবে > মাসিক নূন্যতম ২ টাকা এর অধিক ও প্রদান করতে পারবে > তহবিল সংগ্রহে একদল কর্মী কাজ করবে এছাড়াও তহবিল সংগ্রহের জন্য একটি মোবাইল নাম্বার থাকবে > bKash এবং Dutch Bangla মোবাইল ব্যাঙ্কিং এর মাধ্যমে এ তহবিল প্রদান করতে পারবে > বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সোস্যাল ব্লগের দায়িত্তপ্রাপ্ত কর্মকর্তা এ তহবিল সংগ্রহ করবে 1 Day Campaign - এর তহবিল ব্যয়ঃ > সকল তহবিল উন্নয়নের জন্য ব্যয় হবে তবে এ তহবিল কাঊকে সরাসরি প্রদান করবে না > সংগ্রহকৃত তহবিল ইউনিয়নের উন্নয়নের বিভিন্ন পেশাজীবি কৃষক ও কৃষি পরিবারের আয় বৃদ্ধির জন্য প্রদান করা হবে তবে তা ফেরত যোগ্য যেমনঃ কোন পরিবারকে দেশী মুরগি প্রদান করা হলো দাম ধরে সে মুরগি লালন-পালনের পর তা আমাদের নির্ধারিত স্থানে (ন্যয্য মূল্যের হাট) এসে বিক্রি করবে আমাদের তৈরি কৃত কোম্পানি AgriSys Ltd. এর কাছে। AgriSys Ltd. সে সকল পন্য ঢাকা সহ সারা বাংলাদেশে বিক্রয় করবে। উল্লেখ্য যে- AgriSys Ltd. এর বিক্রয়কৃত পন্যের মুনাফা ও বছর শেষে সদস্যদের মাঝে প্রদান করা হবে শেয়ারের ভিত্তিতে। > 1 Day Campaign - এর সকল তহবিল কেবল মাত্র নির্ধারিত প্রকল্প এলাকার আর্থ-সামাজিক উন্নয়নকল্পে এবং আয় বর্ধক কর্মসূচীতে বিনিয়োগ হবে > এ ছাড়াও ক্যাম্পেইনের প্রচার এবং প্রসার কল্পে ব্যয় করা হবে > 1 Day Campaign - এর বিনিয়োগকৃত তহবিল সূধ বিহিন পরিশোধযোগ্য ===1 Day Campaign - এর ইউনিয়ন ভিত্তিক কর্ম পরিকল্পনার চিত্রটি এমন=== ০ ইউনিয়নের একটি ডাটাবেজ তৈরি (যার কাজ প্রায় শেষ পর্যায়ে) =ডাটাবেজ এ যা যা থাকবে- > ইউনিয়নের প্রাকৃতিক সম্পদ > জন সম্পদ ও মোট ভোটার > মোট কৃষি জমি পতিত এবং অপতিত > কৃষিজ সম্পদ -মোট পুকুর, খাল-বিল-জলাশয় > কৃষিজ পন্য > কুটির শিল্পজাত পন্য > অন্যান্য পন্য এবং সম্পদ।

০ ইউনিয়নের সকল মানব সম্পদকে বিভিন্ন শ্রেনী পেশায় বিভক্ত করা ০ ইউনিয়নের সকল সম্পদকে ব্যবহার করে অংশগ্রহনমূলক আর্থসামাজিক উন্নয়ন ০ মৌলিক শিক্ষা, প্রশিক্ষন, কারিগরি সহযোগিতা প্রদান ০ আধুনিক তথ্য-প্রযুক্তি প্রদান ০ বিষমুক্ত চাষাবাদ এবং প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে কৃষি কাজ ০ কৃষি উৎপাদনকে ঠিক রেখে কম খরচে কৃষি কাজ ০ উৎপাদিত কৃষি পন্যের ন্যয্যমূল্য প্রদানের লক্ষ্যে ইউনিয়ন ভিত্তিক হাট স্থাপন ০ দেশব্যপী নেটওয়ার্ক স্থাপন ====1 Day Campaign - এ আপনার করনীয়ঃ > নিয়মিত আপনি এ কর্মসূচীকে আপনার মেধা প্রদান করতে পারেন > আপনার অপ্রয়োজনীয় অব্যবহার্য দ্রব্যাদি যেমন- বই, কাপড়, চশমা, কম্পিউটার, বিভিন্ন শিক্ষা উপকরন প্রদান করতে পারেন > ইউনিয়নের উন্নয়নের জন্য বিভিন্ন পেশাজীবি মানুষকে সম্পৃক্ত করতে পারেন > আপনি এবং আপনার পরিচিত মহলকে নিয়মিত ক্যাম্পেইনের তহবিল বৃদ্ধিতে তহবিল প্রদান করতে পারেন > সদস্য সংগ্রহ করা > আপনার সময় অনুযায়ী প্রকল্প এলাকা প্রদর্শন করে আরোও প্রয়োজনীয় মেধা ও প্রদান করতে পারেন > নতুন নতুন আরও তথ্য-প্রযুক্তির তথ্য প্রদান করতে পারেন > প্রকল্প এলাকার উৎপাদিত পন্য নিজে এবং অন্যকে কিনতে উৎসাহিত করতে পারেন > ক্যাম্পেইন এর সফল চিত্র আপনার এলাকা বা পরিচিত মহলে প্রচার ও প্রসার করতে পারেন আপনাদের কাছে আমাদের সর্বপরি আবেদন আপনাদের ৩৬৫ দিনের মাত্র ১ দিন আমাদের এ উন্নয়নের জন্য ব্যয় করুন। টি 1 Day Campaign Team বি দ্রঃ সকল তথ্য পরিবর্তনশীল হিসাবে গন্য আপডেট করার জন্য। 1 Day Campaign - http://www.facetrustbd.org - একটি ক্যাম্পেইন। আমাদের ফেসবুক পেজ https://www.fb.com/1daycamp সার্বিক যোগাযোগঃ ১৩/৩, পশ্চিম হাজীপাড়া (মিরবাগ নতুন রাস্তা নিচ তলা) পশ্চিম রামপুরা-১২১৯। মোবাইল - ০১৭১৮৯৪১৩৩৫, ০১৯৭৮৯৪১৩৩৫ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।