আমাদের কথা খুঁজে নিন

   

বোকামি vs চালাকি

* স্টুডেন্ট ভাড়া দেওয়ার ইচ্ছাতে বাসওয়ালাকে একশ টাকার নোট ধরিয়ে দেওয়া, এ ক্ষেত্রে হাফের বদলে ফুল ভাড়া তো দিতেই হবে সঙ্গে বোনাস হিসেবে কন্ডাক্টরের সঙ্গে দুই ঘণ্টা ঝগড়া করা লাগতেও পারে। সুতরাং কন্ডাক্টরকে বড় নোট দিয়ে হাফ ভাড়া রাখতে বলাটা হাইব্রিড বোকামির পর্যায়ে পড়ে।

সুফল- বাসে ঝগড়া করতে গেলে দেখবেন কিছু মানুষ আপনাকে সাপোর্ট দিচ্ছে, সাপোর্ট পেয়ে আগ বাড়েন। ভবিষ্যতে কেউকেটা টাইপের হয়ে যেতে পারেন।

 

* প্রেমিকা বা নতুন বউয়ের সঙ্গে ফেসবুকের পাসওয়ার্ড আদান-প্রদান।

এ ক্ষেত্রে অনেকেই পাসওয়ার্ড হস্তান্তরের আগে ইনবঙ্ ও ফ্রেন্ডলিস্ট সেন্সরড করে নিন। নইলে ব্লকলিস্ট, চ্যাট হিস্টোরি ঘেঁটে বিব্রতকর অতীত বের করে জীবনটা তামা তামা করে দেবে।

সুফল- এসব নিয়ে বউয়ের সঙ্গে দিন-রাত ঝগড়া করার ফলে পাড়া-প্রতিবেশী আপনাকে এড়িয়ে চলবে। এতে করে নিজেকে মনে মনে মাস্তান ভেবে আলগা সুখ পেতে পারেন। ঁ ডেটিংয়ে মানিব্যাগ ফেলে যাওয়া।

ডেটিং এ মানিব্যাগ ফেলে যেতে পারলে খরচটা আপনার ওপর দিয়ে যাবে না। আগে থেকে জেনে নিয়ে যেদিন প্রেমিকা চীনাবাদাম খায় সেদিন আপনি বিল মেটান আর যেদিন চাইনিজ খায় সেদিন মানিব্যাগ আনেননি বলে বিল প্রেয়সীর দিকে মিষ্টি হেসে বাড়িয়ে দিতে পারাটা কিন্তু উচ্চ লেবেলের চালাকি।

কুফল- ক্রমাগত এই কাজ করতে থাকলে দেখবেন আপনার উনিও ভ্যানিটি ব্যাগ 'ভুল করে' রেখে গেছেন।

 

*বেশি টাকা দিয়ে শাড়ি কিনে বউয়ের সামনে হিরো সাজতে দাম অর্ধেক কমিয়ে বলা। বিবাহিত অনেকেই এ কাজটি করে থাকেন।

যারা বিয়ে করেন নাই তারাও কম যান না। প্রেমিকাকে দারুণ একটা গিফট দিয়ে সেটার দাম কমিয়ে বলে এটাই প্রমাণের চেষ্টা করা যায়, আমি যেখানেই যাই জিতে আসি। তোমার উচিত আমাকেই বিয়ে করা।

সুফল-নিরুপায় হয়ে পকেটের অতিরিক্ত টাকা গচ্চা দিয়ে শ্যালিকাকে শাড়ি কিনে দিলেন, এতে করে আদরের মাত্রা বেড়ে যেতে পারে।

 

* কুকুর দেখলে দৌড় দেওয়া।

ভয়ে দৌড় দিয়ে যদি ভাবেন পার পেয়ে যাবেন তাহলে কিন্তু বিপদ। এটা শিওর থাকেন যে দৌড়ে আপনি বন্ধুর আগে যেতে পারবেন তাহলে ঠিক আছে। কারণ কুকুর আপনার বন্ধুকে ধরে ফেললে আপনি নিরাপদ। আর একা থাকলে দৌড় দিয়েছেন তো মরেছেন। সুফল- এভাবে দৌড়ালে বন্ধুরা আপনাকে এড়িয়ে চলবে।

ফলে এঙ্ট্রা হাতখরচের হাত থেকে বাঁচবেন।

 

* সফলতার সঙ্গে একাধিক প্রেম করা। ফেসবুকের কল্যাণে প্রেম এখন ডাল-ভাত হয়ে গেছে। প্রোফাইল পিকচারে একটা কমেন্ট করলেই প্রেমে পড়ার মতো ঘটনা ঘটছে। এ সময়ে ধরা না খেয়ে একাধারে একাধিক প্রেম করে যাওয়াটাও একটা স্মার্টনেসের কাতারে পরে।

আর চালাক না হলে কি স্মার্ট হওয়া যায়। কুফল- একাধিক প্রেম করেন ভালো কথা ধরা খেলে কিন্তু খবর আছে।

 

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.