আমাদের কথা খুঁজে নিন

   

বৈজ্ঞানিক নিয়ম কানুন দিয়ে শ্রষ্টাকে যাচাই বাছাই করা বোকামি নয় কি?

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

ধরুন আমি একটা ভিডিও গেম তৈরি করলাম। বিভিন্ন চরিত্রগুলো আমার নির্দেশনা মতই কাজ করার কথা। নিয়ম কানুনগুলোও আমার প্রোগাম অনুযায়ী কাজ করার কথা। কিন্তু আমি চাইলে নিয়ম কানুনগুলো বদলে দিতে পারাটাই স্বাভাবিক। কিন্তু খেলার চরিত্রগুলো কোনভাবেই নিজে নিজে নিয়মগুলোকে বদলে দিতে পারেনা।

ঠিক তেমনিভাবে বিশ্বমন্ডলের সবকিছুই আমাদের কাছে অলংঘনীয় নিয়মকানুনের খাচায় আটকে আছে ভাবাটাই স্বাভাবিক। কিন্তু বিশ্বের শ্রষ্টা বলে কেউ থেকে থাকেন তার পক্ষে এসব নিয়ম কানুন বদলে দেয়াটা মোটেও কঠিন হওয়ার কথা নয়কি? তাই যেসব বৈজ্ঞানিক নিয়ম কানুনে পৃথিবী চলছে শ্রষ্টায় বিস্বাসীদের কাছে সেগুলোত তার সৃষ্টি। আবার সেসব নিয়ম কানুন দিয়ে শ্রষ্টাকে যাচাই বাছাই করাটা বোকামী নয়কি। এখন কেউ কেউ প্রশ্ন করছেন সুচের মধ্যে দিয়ে একটা উট যেতে পারে কিনা, এক লহমায় কেউ পৃথিবী ঘুরে আসতে পারে কিনা। পৃথিবী সৃষ্টির সবচাইতে সমর্থিত মতবাদ কি বিগ ব্যাংগ? বিগ ব্যাংগ কি বলে শুন্য থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে? তাই যদি হয় শুন্য থেকে উট, সুচ যাবতীয় সবকিছুই সৃষ্টি হওয়ার কথা আর শুন্য থেকেই সবকিছুই সৃষ্টি হয়ে থাকে তাহলে যাবতীয় নিয়মাবলীর (মধ্যাকর্ষন. হাবিজাবি) আদিতে আসলে কোন নিয়ম কানুনই ছিল না।

তার মানে উটের মধ্যে সূচ কিংবা সূচের মধ্যে উট বড় ব্যপার না, যদি আপনি প্রথমেই একজন শ্রষ্টাতে বিশ্বাস করেন। যিনি শুন্য থেকে সবকিছু সৃষ্টি করেছেন, এমনকি সব নিয়ম কানুনও। আর উনি যদি শুন্য থেকে সব নিয়ম কানুন সৃষ্টি করে থাকেন তবে কোন তার কোন নিয়ম ভাংতে অসুবিধা কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.