আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রে রেখে আসা মেয়েদের নিয়ে উৎকণ্ঠায় দেবযানি

ভারতীয় কূটনীতিক দেবযানি খোবরাগাড়ে যুক্তরাষ্ট্র ছাড়তে পারলেও রেখে আসা দুই শিশুকন্যার জন্য চরম উৎকন্ঠায় সময় পার করছেন তিনি।

শুক্রবার রাতে তিনি নয়া দিল্লিতে পৌঁছার একদিন পর নিউইয়র্কে রেখে আসা সংসার নিয়ে দেবাযানি মুখ খোলেন বলে ইন্ডিয়ান একপ্রেস পত্রিকা ও এনডিটিভি জানিয়েছে।

দেবযানির স্বামী যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় দুই মেয়েসহ সেখানেই থাকছেন। কিন্তু আপাতত দেবযানিকে যুক্তরাষ্ট্রে ফেরার সব পথ রুদ্ধ করে দিয়েছে মার্কিন সরকার। যুক্তরাষ্ট্রের প্রশাসন আগেই জানিয়েছে, দেবযানির জন্য নিয়মিত ভিসার সুযোগটি বন্ধ করা হয়েছে।

গতকাল রবিবার দেবযানি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, 'আমি আবার কখনো আমার পরিবারের সঙ্গে মিলিত হতে পারবো কিনা সে বিষয়ে আমার শঙ্কা হচ্ছে। আমার স্বামী, ছোট ছোট বাচ্চাগুলোর কথা মনে পড়ছে। তাদেরকে মিস করছি। '

উল্লেখ্য, নিউইয়র্কে চার বছর ও সাত বছর বয়সী দুই মেয়ে রয়ে গেছে দেবযানির। তার স্বামী যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সুপরিচিত একজন শিক্ষক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.