আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষায় আরো ভাল করার প্রত্যয়

আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার আগের সুনাম অব্যাহত রেখে আরো ‘ভালো’ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সাবেক ভূমি প্রতিমন্ত্রী ফিজার সোমবার সকাল ১০টায় সচিবালয়ে এলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তরা তাকে স্বাগত জানান।

নতুন দপ্তরের দায়িত্ব নেয়ার পর মন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্ত্রণালয় একটি পরিকল্পনার মধ্যে চলছে, তা এগিয়ে নেয়াই হবে তার কাজ।

“মন্ত্রণালয়ের কাজগুলো স্বচ্ছতার সঙ্গে করতে চাই। মন্ত্রণালয়ের সুনাম অব্যাহত রেখে আরো ভালো করতে চাই।

কোনো ধরনের কার্পণ্য-অবহেলা করব না। ”

নিজেকে ‘ঠিক’ রাখাও বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেছেন দিনাজপুরের সাংসদ ফিজার।

দ্বিতীয়বারের মতো শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে সোমবার সকালে সচিবালয়ে এসেই মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি মনে করেন, পুরো ‘শিক্ষা পরিবার’ একটি দল হিসাবে কাজ করায় গত পাঁচ বছরে শিক্ষাখাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

এই অগ্রগতির কারণে ‘জনপ্রত্যাশা বেড়েছে’ মন্তব্য করে মন্ত্রী বলেন, “প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিরোধী দলের আন্দোলনের মধ্যেও পরীক্ষা ও ফলাফল প্রকাশ সময়মতো শেষ করতে পরায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান নাহিদ।

তিনি বলেন, “ভবিষ্যতেও বাধার মুখে কাজ করার মানসিকতা থাকতে হবে। ”

শিক্ষাখাতে গত পাঁচ বছরে যে বিষয়গুলো অর্জন করা যায়নি তা আগামীতে অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়নের আশার কথা শোনান শিক্ষামন্ত্রী।

শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিভিন্ন অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.