আমাদের কথা খুঁজে নিন

   

মাহফুজের নতুন ধারাবাহিক

প্রচার শুরু হয়েছে অভিনেতা মাহফুজ আহমেদের নতুন ধারাবাহিক 'আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে'র। সপ্তাহের প্রতি শনি ও রবিবার সন্ধ্যায় নাটকটি দেখা যাবে। মাহফুজ জানিয়েছেন, 'নগর জীবনের সঙ্গে আমরা নানাভাবে মিশে গেছি। কিন্তু আমাদের অনেকেরই শিকড় গ্রামে। এই নাটকের মধ্য দিয়ে সবাইকে আবার গ্রামে ফিরিয়ে নিতে চাই।

আমি বিশ্বাস করি, নামটির মাধ্যমে অনেকেই স্মৃতিকাতর হবেন। '

মাহফুজ আরও বলেন, 'আমার এ নাটকে দর্শকেরা ছয়টি ঋতু দেখতে পাবেন। এতে থাকবে প্রকৃতি, গাছপালা, নদী আর পরিবেশ। গ্রাম আর গ্রামের মানুষ নিয়েই তৈরি হয়েছে নাটকের গল্প। '

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে নাটকের অভিনয়শিল্পীরা হলেন মিশা সওদাগর, রিচি সোলায়মান, সুমাইয়া শিমু, রওনক হাসান, মোনালিসা, ফজলুর রহমান বাবু, আরফান, মাজনুন মিজান, আবদুল্লাহ রানা, মুকিত জাকারিয়া, সোহেল খান, ফারুক আহমেদ প্রমুখ।

এই নাটকের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করলেন চলচ্চিত্রের খলনায়ক মিশা সওদাগর।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.