আমাদের কথা খুঁজে নিন

   

মাহফুজের সংসার (আংশিক)

মাহফুজের বউঃ কি? মাহফুজঃ কাল রাতে ফোন কর নাই কেন? মাহফুজের বউঃ কাল রাতে বাসায় আসছিলা? মাহফুজঃ এইজন্য তুমি ফোন কইরা খোজ নিবা না? মাহফুজের বউঃ তুমি জানাও নাই কেন যে রাতে ফিরবা না? মাহফুজঃ এইজন্য তুমি একটু ফোন কইরা খোজ নিবা না? মানুষটা কই গেল, কই ঘুমাইল? মাহফুজের বউঃ তুমি খোজ নিছিলা, আমি রাতে খাইছি কি খাই নাই? মাহফুজঃ আমি করিনাই বইলা তুমি ফোন না কইরা থাকতে পারলা? এই গরমে আমি ঘুমাইতে পারছি কি পারি নাই, একটু জানতেও চাইলা না? মাহফুজের বউঃ কেন? আমি কথা বইলা বিরক্ত না করলে তোমার ঘুমাইতে সমস্যা কই? মাহফুজঃ ওই বেটা কালা মইষ জাহিদের লগে ঘুমানি যায়? কতক্ষণ বাদে বাদে বেটা যদি জড়াইয়া ধরে, ঘুমাই কেমনে, কও তো দেহি? মাহফুজের বউঃ তাইলে বাসায় আসো নাই কেন? মাহফুজঃ বাসায় তো আসতাম, সন্ধ্যার পরে কেমন ঝড়ের মত আসতেছিল, দেখনাই? মাহফুজের বউঃ তাইলে ফোন কর নাই কেন? মাহফুজঃ সব দোষ কি আমার? তুমি এরকম করবা জানলে কেউ ফোন করে? আমি না হইয়া অন্য কেউ হইলে এখন ফোন করত? মাহফুজের বউঃ তাইলে এখন ফোন করছ কেন? মাহফুজঃ আমার বউরে আমি যখন ইচ্ছা তখন ফোন করব, তাতে কার কি হইছে? মাহফুজের বউঃ বেশি ঢং করা শিখছ? তাইনা? মাহফুজঃ এইখানে ঢঙ্গের কি দেখলা? মাহফুজের বউঃ সকালে কি খাইছ? মাহফুজঃ আমার জন্য সকালে কে নাস্তা বানাইয়া বইসা ছিল? অফিস যাওয়া লাগবে না? মাহফুজের বউঃ তুমি না বলে সকালে নাস্তা না খাইলে দিন শুরু করতে পারনা? মাহফুজঃ আমি পারিনা, এমন কিছু কখনো দেখছ? ... পরবর্তি অংশ এখানে। মাহফুজের সংসার (১) মাহফুজের সংসার (সম্পূর্ণ উপন্যাস)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.