আমাদের কথা খুঁজে নিন

   

ভুতের ফোরটিন জেনারেশন আমাদের চারপাশে

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

সময়টা আমার অনুকূলে নয়। ত্রেত্রিশটা কারণের মধ্যে একটা হচ্ছে ঘড়ি। ভাবলাম একটা ঘড়ি কিনবো। তারপরে একযুগের মধ্যে কেনা হয়নি। তারও কারণ তেত্রিশটা।



ঘড়ি ছাড়া সময় অনুকূলে রাখার কোনো বন্দোবস্ত আমার জানা নাই। ইচ্ছেমতো কাটা ঘুরিয়ে সময় নিয়ন্ত্রণ করার চেয়ে আনন্দের কিছু হতে পারে না।

বাকী বত্রিশটা কারণ আমার অজানা। এসবের সাথে ভুত-প্রেত জড়িত থাকতে পারে। অলৌকিক বিষয়ই।

এই শতাব্দীতে এসে মানুষের জীবন পুরোপুরিই অশরীরী হয়ে পড়েছে।

দেখি না, দেখতে হয় না। তারপরেও আমরা কেমন কেমন। ভুত তো বটেই। ভুতের ফোরটিন জেনারেশন আমাদের চারপাশে।



ঐরকম বত্রিশটা কারণে আমার সময় এখন অনুকূলে না। আর বাকীটা তো বললামই...সময় ঘুরিয়ে দেবার মত একটা ঘড়ি আমার নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।