আমাদের কথা খুঁজে নিন

   

এইচআইভি সংক্রমণের দায়ে ১৩ বছরের কারাদণ্ড

আদালতের একজন কর্মকর্তা জানিয়েছেন, ৫৪ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে ‘শরীরের জন্য গুরুতরভাবে ক্ষতিকর’ দূষিত রক্ত সিরিঞ্জের মাধ্যমে ওই ব্যক্তিদের শরীরে ঢুকিয়ে দেয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।
তবে অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করেনি আদালতের ওই কর্মকর্তা। আদালত ওই অপরাধীকে ১২ বছর ৯ মাস কারাদণ্ড দিয়েছে। আদালতের প্রধানকে উদ্ধৃত করে এটিএস সংবাদ সংস্থা জানিয়েছে, ‘ওই ব্যক্তিছাড়া আর কেই আক্রান্ত ১৬ ব্যক্তির শরীরে দূষিতরক্ত ঢোকানোর ব্যাপারে জড়িত ছিল না।’ আক্রান্তদের রক্ত বিশ্লেষণ করে দেখা গেছে তারা সবাই ২০০১ থেকে ২০০৫ সালের মধ্যে এইচআইভি আক্রান্ত হয়েছেন। তারা সবাই একই দূষিতরক্ত থেকে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা সবাই এখনো জীবিত। তবে অভিযুক্ত ওই ব্যক্তি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে একে ষড়যন্ত্র বলে দাবি করেছেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.