আমাদের কথা খুঁজে নিন

   

চিকিৎসায় এইচআইভি থেকে মুক্তি

চিকিৎসার মাধ্যমে একটি শিশুর এইচআইভি ভাইরাস থেকে মুক্তিলাভের দাবি করেছেন আমেরিকার একদল চিকিৎসক। জন্মের পরপরই মেয়ে শিশুটির চিকিৎসা শুরু হয়। সোমবার সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়। চিকিৎসকরা জানান, শিশুটির বর্তমান বয়স আড়াই বছর। বিগত একবছর যাবত ওষুধ গ্রহণ বন্ধ থাকলেও নতুন করে শিশুটির শরীরে এইচআইভির কোনো সংক্রমণ ধরা পরেনি।

রোববার বাল্টিমোরের সেন্ট হপকিন্স বিশ্ববিদ্যালয়ের জীবানু বিশেষজ্ঞ ডা. ডেবোরাহ পারসাউড এক সেমিনারে এ তথ্য দেন। তিনি জানান, শিশুটি এখনো সুস্থ রয়েছে। আড়াই বছর বয়স্ক শিশুটি বিশ্বের দ্বিতীয় মানুষ যে এইচআইভি থেকে পুরোপুরি সুস্থতা লাভ করেছে। এরআগে টিমোথি রে ব্রাউন নামক এক ব্যক্তি ২০০৭ সালে চিকিৎসার মাধ্যমে এইচআইভি থেকে পুরোপুরি সুস্থতা লাভ করেন। সেমিনারে ডেবোরা বলেন, “ এটি এখন প্রমাণিত যে শিশুদের এইচআইভি থেকে মুক্ত করা সম্ভব।

” ইতিমধ্যে শিশুদের এইচআইভি সংক্রমণের বিরুদ্ধে ব্যবহৃত কয়েকটি ওষুধ নিয়ে একটি মিশ্রণ তৈরি করে তা ওই শিশুটির চিকিৎসায় ব্যবহার করা হয়েছে। এতে শিশুটি এইচআইভি ভাইরাস মুক্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.