আমাদের কথা খুঁজে নিন

   

আসুন টেকটিউনস প্রোটেবল করে নিই আর ব্যবহার করি অফলাইনে!!!

সবাই কেমন আছেন? আশা করছি ভালই আছেন। আমিও মন্দ নেই। আজ অনেক দিন পর টিটিতে টিউন করছি, তাই ভাবলাম বড় ধরনের একটা টিউন করি যাতে আপনাদের বড় ধরনের উপকার হয় । শিরোনাম দেখে ইতিমধ্যে হয়তোবা বুঝেই ফেলেছেন যে, কি ধরনের টিউন নিয়ে আলোচনা করতে যাচ্ছি।   এর আগে যদি এইরকম টিউন কেউ লিখে থাকে তাহলে আমার কিছু করার নেই।

কারন আমি টিউন করি আমার মত করে আর কোন প্রকার ভুল ত্রুটি থাকলে ক্ষমার চোখে দেখাটাই স্বাভাবিক। তাহলে যাই হোক, এবার মূল আলোচনাই আসি.......
শুধু যে এই উপায়ে টেকটিউনস কেই অফলাইনে ব্যবহার করা যাবে এইরকম না কিন্তু। আপনি চাইলে যেকোন ওয়েবসাইট কেই এইভাবে অফলাইনে ব্যবহার করতে পারবেন!
অনেকেই আছেন যাদের সবসময় অনলাইনে থাকা সম্ভব হয়ে ওঠে না বা ক্যাফে বসে অথবা বন্ধুর বাসা কিংবা অন্যান জায়গাই গিয়ে ইন্টারনেট ব্রাউজ করেন আর টেকটিউনস এর টিউনগুলি পড়েন............... একদিনে মাত্র কয়েক ঘন্টায় একটা সম্পূর্ণ সাইটটা পড়া সম্ভবও না। নিজের কাছে নেট থাকলেও সেটা হতে পারে স্লো। আর বাংলাদেশের ইন্টারনেট লাইনের যা অবস্থা সেটা আর কাউকে খুলে বলতে হবে না আশা করি যাই হোক তাই, মাঝে-মাঝে হয়তবা আপনার মনে হয় ইস‌্স! আমি যদি প্রতিনিয়ত এইভাবে ক্যাফে বা বন্ধুর বাসায় না গিয়ে টেকটিউনসকে যদি হাতের মুঠোয় অফলাইনে পেতাম আর নিজের বাসাতেই বসে বসে পড়তে পারতাম তাহলে আমার অনেক উপকার হত | আসলেও এ কথাটি কিন্তু সত্য যে প্রতিদিন বন্ধু বা অন্য কারো বাসায় গিয়ে নেট ব্রাউজ করা এটা একটা বিরক্তকর ব্যাপার হয়ে দাড়ায় নিজেকেও ছোট মনে হয় আবার,
ক্যাফে বসলেও প্রতিদিন নিজের পকেট মানি বা জমানো টাকা দিয়ে ইন্টারনেটে বিভিন্ন সাইটে ব্রাউজ করে  ক্যাফের বিল দিতে গিয়েই পকেট ফাঁকা।

আরো আছে এইরকম অনেক সমস্যা। তাই বলে কি কোন সমাধান নেই? এর উত্তর হল হ্যাঁ! অবশ্যই আছে। সমাধান না থাকলে সমস্যাই সৃষ্টি হত না, নিচের প্রদত্ত টিপস ফলো করুন আর ব্যবহার করুন যেকোন সাইটকে অফলাইনে! সব সমস্যা ভুলে যান কি মজা তাই না।
এই বড় কাজটা কিন্তু আমরা ছোট্ট সফট্ওয়্যার দিয়েই করতে পারব। প্রথমে সফট্ওয়্যারটি ডাউনলোড করে নিন।

ভয় পাবেন এটা সম্পূর্ন একটা ফ্রিওয়্যার এবং ওপেন সোর্স সফটওয়্যার আর মাত্র ৫ এমবি। 32bit এর জন্য এখানে ক্লিক করে নামিয়ে নিন সফটওয়্যারটি আর 64bit এর জন্য এখানে। (আপডেট ভার্সন) । সফটওয়্যারটির অফিসিয়াল সাইট দেখতে এই লিংকে যান। ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নিন।


১. সফটওয়্যারটি ওপেন করুন তারপর (Next>) বাটনে ক্লিক করুন। বুঝতে না পারলে নিচের স্ক্রিনশট দেখুন।

২. (Next>) বাটনে ক্লিক করলে আপনি নিচের স্ক্রিনশট মত দেখতে পাবেন।

প্রথমে আছে New project name: এখানে আপনার ইচ্ছা মত নাম দিন। যেমন: আমি দিয়েছি T.T এরপর আছে Project category: এখানেও আপনি আপনার ইচ্ছা মত নাম দিন।

যেমন: আমি দিয়েছি TechTunes এরপর আছে Base path মানে এই সোর্সগুলি কোথায় সেভ হবে। স্থান পরিবর্তন করতে চাইলে ওটার পাশেই দেখেন (..) বাটন আছে, ওখানে গিয়ে পরিবর্তন করে নিন। সব কিছু হয়ে গেলে Next এ ক্লিক করে পরবর্তীতে যান।
৩. এরপর কোন কিছু পরিবর্তন না করে শুধু  আপনার কাঙ্খিত ওয়েবসাইটটির অ্যাড্রেসটা Web Addresses: (URL) এর নিচে একটা ফাঁকা ঘর পাবেন ওখানে লিখে দিন । যেমন: আমি চাচ্ছি টেকটিউনস তাই লিখে দিয়েছি টেকটিউনস এর অ্যাড্রেসটা (http://www.techtunes.com.bd) যে কোন সাইটের অ্যাড্রেসটা দেবার আগে http:// এটা দিতে ভুলবেন না।



এরপর সব কিছু ঠিকঠাক থাকলে Next > বাটনে ক্লিক করুন। এবার যেটা আসবে ওখানে কিছু না করে Finish বাটন এ ক্লিক করুন। কাজ শুরু হয়ে গেছে এবার কিছুক্ষন অপেক্ষা করুন। সম্পূর্ন সাইটটা ডাউনলোড হয়ে গেলে আপনি মেসেজ পাবেন এবার আবার Finish এ বাটনে ক্লিক করুন। ব্যাস কাজ হয়ে গেছে।

এবার যেখানে সোর্সগুলো সেভ করতে দিয়েছিলেন ওখানে যান। এবার রুটে index.html নামে একটা ফাইল পাবেন ওখানে ডাবল ক্লিক করুন। একটা ওয়েব ব্রাউজার দিয়ে ওপেন হবে। ওখানে আপনি প্রোজেক্ট এর দেওয়া নামটি পাবেন। যেমনঃ আমি দিয়েছিলাম T.T ।

এবার আমি যদি T.T লেখা  ওখানে  ক্লিক করি তাহলে আমি সম্পূর্ন টেকটিউনস পেয়ে যাব তাও আবার অফলাইনে!
তাহলে আমার কাজ শেষ। এবার আপনি আপনার ওয়েবসাইটি নামিয়ে নিয়ে ব্যবহার করুন ইন্টারনেট ছাড়াই অফলাইনে আজীবন। সবাই ভাল থাকবেন। পোস্টটি কাজে লাগলে শেয়ার করবেন সবার সাথে।
কোন সমস্যা হলে আমাকে ফেসবুকে নক দিয়েন।

যতদূর পারি সমাধান দেবার চেষ্টা করব। (ফেসবুকে আমি)

বিদায় নেবার আগে কয়েকটি প্রশ্ন ও তার উত্তর দিয়ে গেলাম:
১. আমি যে ওয়েবসাইটটা নামালাম এর আপডেট কি আমি পাবো?
উত্তর: আপডেট পাবেন না। যখন আপনি সাইটটা ডাউনলোড করতে দিয়েছেন তখন পর্যন্ত যা ছিল সবই পাবেন। কিন্তু পরে আবার ওই সাইটে নতুন কিছু দিলে আপনি তা পাবেন না। আপডেট পাবার জন্য আবার একইভাবে নতুন করে সাইটটা ডাউনলোড করে নামিয়ে নিতে হবে।


২. সফট্ওয়্যারটি ব্যবহারে কি আমার পিসির কোন সমস্যা হতে পারে?
উত্তর: কোন সমস্যাই হবে না। নিশ্চিন্তে ব্যবহার করুন, কারন এটি একটি ওপেন-সোর্স সফটওয়্যার।
৩. সফট্ওয়্যারটি কি ট্রায়াল ভার্সন বা এর জন্য কি কোন সিরিয়াল কি এর প্রয়োজন আছে?
উত্তর: এটি পুরোপুরি একটি ফুল ভার্সন ওপেন-সোর্স সফটওয়্যার। আর তাই ওপেন-সোর্স সফটওয়্যার এর জন্য কোন প্রকার সিরিয়ালের প্রয়োজন পড়ে না।
তাহলে অনেক কিছু তো বলে ফেলছি আর কোন সমস্যা? এখন শুধু ব্যবহারের পালা।

তো, সবাই ভাল থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।
টিউটোরিয়াল সোর্স: উইটেক-বিডি

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.