আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিক্রিয়াশীল পশ্চিমবঙ্গ : অন্ধকার বাড়ছে

চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারি

যারা খবরটা পড়েন নি, তাদের জন্য লিংক।
http://www.anandabazar.com/23bhum1.html
আরো কিছু খবরের লিংক
Click This Link
Click This Link
বোলপুরে খাপ পঞ্চায়েত এর নিদান নিয়ে আলোড়নটা অপ্রত্যাশিত নয়, বিষ্ময় এখনো অনেকে না কাটিয়ে উঠতে পেরে ভাবছেন এরকম আমাদের রাজ্যে কীভাবে ঘটতে পারল। কিন্ত এটা পশ্চিমবঙ্গে কি করে ঘটতে পারল ভেবে যারা অতি বিষ্মিত, তাদের বোধহয় ভেবে দেখতে হবে যে মতাদর্শ নির্ভর সমাজ এ ধরণের ঘটনার বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়ায়, সেই ধরণের সমাজ দ্রুত পাল্টাচ্ছে। যে ধরণের সমাজকে আমরা পশ্চিমবঙ্গে দীর্ঘদিন সংখ্যায় হোক বা না হোক মতাদর্শে আধিপত্য করতে দেখেছি, সেটার জায়গায় একটা নতুন ধরণের সমাজের আধিপত্য সামনে এসেছে। মেলা, মোচ্ছব আর ক্লাব।

(এসবের মধ্যেও বা এসবের মাধ্যমেই এক সময়ে সুস্থ জীবনাচরণের বিকাশ ঘটেছে, আজকে এগুলো সাধারণভাবে অন্য চেহারায় আছে, আজকের চেহারাটা ধরেই কথা হচ্ছে) সুকুমার সংস্কৃতি নেই, তার বিকাশে চেষ্টা নেই।
বোলপুরের ঘটনাটা নিয়ে কিছু ভাবার চেষ্টা করছিলাম। ঘটনাটা নিঃসন্দেহে রোজকার ধর্ষণের খবরের মধ্যেও ব্যতিক্রমী। এটাকে পশ্চিমবঙ্গের খাপ বললেই শুধু হবে না। খাপ শাস্তি দেয়, কিন্তু তার একটা নিজস্ব 'মরালিটি'র ধারণা সেই নিন্দাযোগ্য শাস্তিতে থাকে।


কিন্তু এখানে আর একদল লোককে লেলিয়ে দেওয়া হল - তোরা মস্তি কর
এখানে খাপ এর 'মরালিটি' সেন্সটাও নেই, বরং তার উলটো টা আছে।
এখানে 'তথাকথিত' সমাজকে রক্ষা নয়, নিজের গ্রামের নারীকে নিজের গ্রামেই ভোগ করে নিতে হবে - একটা ক্রুড লালসা আর সেন্স অব পজেশন আছে। নারী হল পজেশন।
সমাজটা ক্রুড কতটা, কতটা ইমমরাল সেটা রোজ টের পাই।
উচ্চবর্গের একরকমের ইমমরালিটি, বৈষম্যটা দেখেও চোখ বুজে থাকব, কারণ মোটের ওপর সিস্টেম থেকে আমি বেনিফিটেড।


তবে প্রথাগত শিক্ষা পাওয়ায় উচ্চবর্গ আর মধ্যবিত্ত তুলনায় অনেক 'মরাল' হবার ভান করতে পারে, কারণ সিস্টেমটার সঙ্গে চললেই হল।
আমাদের নিম্নবর্গ, বিশেষ করে 'ক্যাজুয়াল লেবার' দের একটা বড় অংশ মারাত্মক রি অ্যাকশানারি।
এটা মানতে হলে অনেক মুশকিল, কিন্তু এটা আমি ফিল করি তাদের চলন বলন কথন থেকে।
আসলে আপ ব্রিংগিং থেকে শুরু করে এই ঠিকা কম রোজগেরেদের মধ্যে এতো সমস্যা রোজ, রোজকার জীবন যাপন এত কষ্টদায়ক, যে সুকুমার বৃত্তিগুলো নষ্ট হয়ে যায়।
সাধারণীকরণ করব না নিশ্চয়, কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো দেখা যাক।


তেজপাল টাইপ রেপ একটা ধরণ, কিন্তু বেশি হবে ওই খিদিরপুর, বারাসাত, মধ্যমগ্রাম, গাইঘাটা।
অল্প শিক্ষিত অল্প রোজগেরের জীঘাংশা বারবার বেশি বেশি করে ঝলসে ওঠে, এটা কি অভিযোগ না পরিসংখ্যান না পরিসংখ্যানের রাজনীতি ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.