আমাদের কথা খুঁজে নিন

   

বেশিরভাগ সদস্য জেনেভায় ইরানকে চেয়েছে, ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, জেনেভা-২ সম্মেলনে যোগ দেয়া বেশিরভাগ দেশ বলেছে- তারা এ সম্মেলনে ইরানকে দেখতে চেয়েছিল।

ল্যাভরভ ব্যক্তিগতভাবে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক করে এ কথা জানতে পেরেছেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, কেউই জেনেভা সম্মেলনের বর্তমান কাঠামোকে আদর্শ বলে জানায়নি। এসব দেশের বেশিরভাগই বলেছে, সিরিয়া ইস্যুতে ইরান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং জেনেভা সম্মেলনে তেহরানের অংশগ্রহণ করানোর একটি উপায় খুঁজে বের করা উচিত।

উল্লেখ্য, ল্যাভরভ নিজেও ইরানকে জেনেভা সম্মেলনে আনার গুরুত্ব তুলে ধরেন। গত শনিবার জাতিসংঘ মহাসচিব বান কি মুন জেনেভা-২ সম্মেলনে অংশ নেয়ার জন্য ইরানকে আমন্ত্রণ জানান। কিন্তু পরে যুক্তরাষ্ট্র, ও সিরিয়ার বিদ্রোহীদের চাপের মুখে সে আমন্ত্রণ প্রত্যাহার করে নেন।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.