আমাদের কথা খুঁজে নিন

   

হাতের চোট পিছিয়ে রাখছে নাদালকে

আজ অস্ট্রেলিয়ান ওপেনে নাদাল-ফেদেরার মহারণ৷ কিন্ত্ত অস্ট্রেলিয়ান ওপেন সেমিফাইনালে রজার ফেদেরারের বিরুদ্ধে নাদালকে পিছিয়ে রাখছে বাঁ হাতে ইনজুরি৷ এই অংশে ভালো রকম স্ট্র্যাপ করা অবস্থায় একের পর এক ম্যাচ খেলছেন ২৭ বছর বয়সী নাদাল৷ কিন্ত্ত সমস্যা হতে পারে ফেদেরারের মতো প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ম্যাচ৷

যা দেখা যাচ্ছে, র‌্যাকটে ধরতে অসুবিধে হচ্ছে না তার৷ শক্তিশালী ফোরহ্যান্ড টপস্পিন মারতেও অসুবিধে হচ্ছে না৷ কিন্ত্ত টুর্নামেন্ট যত এগোচ্ছে, তত দেখা যাচ্ছে হাতের চোটের জন্য সার্ভিস করতে অসুবিধে হচ্ছে নাদালের৷

কোয়ার্টার ফাইনাল ম্যাচ শেষে নাদাল বলেছেন, 'এই চোট নিয়ে সার্ভিস করতে গিয়ে আমার বাকি খেলায় প্রভাব পড়ছে৷ একটা শট খেলতে গিয়ে আত্মবিশ্বাস কমে গেলে, বাকি শটগুলোতে তার প্রভাব পড়বেই৷ ব্যাপারটা বদল করতেই হবে৷ না পারলে আমার পক্ষে ফাইনালে থাকা কঠিন হবে৷'

উল্লেখ্য, হাঁটুর চোট সারিয়ে ফিরে আসার পরে ২০১৩ সালে খুবই ভালো খেলেছেন নাদাল৷ কিন্ত্ত নতুন করে ভোগাতে শুরু করেছে এই বাঁ হাতের চোট৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.