আমাদের কথা খুঁজে নিন

   

বিধাতা আমাকে কবিতা দিয়েছেন, সবিতা দেননি // শাফিক আফতাব //

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

বিধাতা আমাকে কবিতা দিয়েছেন, সবিতা দেননি,
অথচ কবিতা আর সবিতা দুইবোন __
কবিতারে ভালোবেসে নিবিড় হলে
সবিতা পালায়, ছেড়ে গৃহকোণ।

সবিতার দেহ উত্তুঙ্গ অনঙ্গ করে মিলিত হলে
কবিতা গোসা হয়, ছন্দহীন পড়ে থাকে নিরোর্ঙ্কার
যখন কবিতার সাথে রাত কাটাই
সবিতার তখন হিংস্র হিংসুটে আকার।



কবিতার পাখায় ভর করে আকাশে উড়ি
সবিতাকে নিয়ে ঘর করি
কবিতা আমাকে দেয় পুলকের আগাম আস্বাদ
সবিতা দেয় দেহের মধুর মদির পুঁজোর প্রসাদ।

কবিতার কোনো চাওয়া নেই, আমার বাধ্যগত অনুপমা,
সবিতা চাল চায়, ডাল চায়, শাড়ি আর গহনা,
২৪.০১.২০১৪
বিধাতা আমাকে কবিতা দিয়েছেন, সবিতা দেননি //
শাফিক আফতাব //

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।