আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপির সহযোগিতা চাইলেন তোফায়েল

চলমান রাজনীতি নিয়ে শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক আলোচনা সভায় তার এই আশা প্রকাশের পর বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ‘সঠিক’ নির্বাচনের দাবি তুলেছেন।   

বিরোধী জোটবিহীন নির্বাচনের পর বাংলাদেশ কোন পথে যাচ্ছে- তার বিশ্লেষণে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আয়োজনে এক হন দেশের শীর্ষ পর্যায়ের রাজনীতিক, বিশ্লেষক, নারীনেত্রীরা।

সভায় অধিকাংশ আলোচকই স্থিতিশীলতা রক্ষায় রাজনৈতিক সমঝোতার ওপর জোর দেন। তা না হলে অস্থিতিশীলতার আশঙ্কা করেন তারা।

নতুন সরকারের মন্ত্রী তোফায়েল বলেন, “দেশ স্থিতিশীল থাকবে, বিনিয়োগ হবে।

দেশ স্বাভাবিক হয়ে ব্যবসা-বাণিজ্য হবে, রপ্তানি বাড়বে। দেশ এগিয়ে যাবে।

“উন্নয়নের পথে দেশকে স্থিতিশীল রাখতে বিএনপি সহযোগিতা করবে, আশা করি। ”

রাজনৈতিক বিভেদ ভুলে দেশের অগ্রগতির জন্য কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

এর প্রতিক্রিয়ায় দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপির নেতা আমীর খসরু বলেন, “জনপ্রতিনিধিত্বশীল নির্বাচন হলেই দেশে স্থিতিশীলতা আসবে।

এ জন্য বিএনপির দরকার নেই। ”

দশম সংসদ নির্বাচন রাজনৈতিকভাবে সিদ্ধ হয়নি দাবি করে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, এই অবস্থা চললে জনগণের ভোটাধিকার ফিরে আসবে না।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান ভোট বর্জন করে আসা বিএনপির এই নেতা।

তোফায়েল বলেন, একাদশ সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে।

তিনি বলেন, “একটি নির্বাচন হয় ৫ বছরের জন্য।

সরকার ৫ বছর থাকার চেষ্টা করে।

“আমরা কখনো বলিনি, সংলাপের প্রয়োজন নেই। অবশ্যই একাদশ সংসদ নির্বাচন হবে, এ জন্য আলোচনা হবেই। ”

দশম সংসদ নির্বাচনে সব দলকে আনতে আওয়ামী লীগের চেষ্টা ছিল জানিয়ে তোফায়েল বলেন, “দুর্ভাগ্য সেটা হয়নি, তবে আমরা চেষ্টার ত্রুটি করিনি। ”

বিএনপির নির্বাচনে অংশ না নেয়ায় সমালোচনা করে তিনি বলেন, “বিএনপি এবার অংশ নিল না, আগামীবার আওয়ামী লীগ যদি অংশ না নেয় , তখন কী হবে? এটা কি চলতে থাকবে?

“বিএনপি একটি প্রস্তাব মেনে নিয়ে আরেকটি প্রস্তাব দেয়নি।

এতগুলো দায়িত্ব তো আওয়ামী লীগ নিতে পারে না। কাল যদি সংলাপ হয়-তখনো প্রথম আসবে- ‘সংসদ ভাঙতে হবে...শেখ হাসিনাকে মানি না...আরো কত কী’ এটা বাস্তবসম্মত নয়। ”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে এই অনুষ্ঠানে দেশের শীর্ষ পর্যায়ের রাজনীতিক, কূটনীতিক, ব্যবসায়ী, নারীনেত্রীরা এক হয়েছেন।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি  মির্জ্জা আজিজুল ইসলাম, শিক্ষক-কলামনিস্ট সলিমুল্লাহ খান, সাবেক কূটনীতিক নাসিম ফেরদৌস এই আলোচনায় রয়েছেন।

নারীনেত্রী মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা খানম, নিজেরা করি’র প্রধান খুশি কবিরও রয়েছেন এই আলোচনায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই আলোচনায় সাংবাদিক আমানুল্লাহ কবীর, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুও অংশ নিচ্ছেন।

অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে এই অনুষ্ঠান দেখা যাচ্ছে। সরাসরি সম্প্রচার করছে একাত্তর টেলিভিশনও।




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.